এবার যে পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০২৪ অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে চ্যাটিং ছাড়াও এখন অফিশিয়াল অনেক কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত কয়েকশ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান করছেন। ফলে জনপ্রিয়তা ধরে রাখতে প্রতিনিয়তই আপডেট করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপের ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোতে পরিবর্তন আনছে মেটা।ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, যেসব ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফায়েড তাদের ব্যাজ রঙে পরিবর্তন আনছে মেটা। এসব অ্যাকাউন্টগুলোতে এবার সবুজের বদলে নীল ব্যাজ বা টিক চিহ্ন যুক্ত হতে যাচ্ছে। ডাব্লুএবেটাইনফোর প্রতিবেদনে বলা হয়, বর্তমানে অ্যান্ড্রয়েডের ২.২৪. ১৪.১৮ বেটা সংস্করণ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন এই পরিবর্তন ব্যবহার করতে পারবেন। তবে ধীরে ধীরে সব ধরনের সংস্করণে এটি আপডেট করা হবে।ওই প্রতিবেদনটিতে একটি স্ক্রিনশটও যুক্ত করা হয়েছে। স্ক্রিনশটে দেখা যায়, ভেরিফায়েড বিজনেস অ্যাকাউন্টের নামের ডান দিকে একটি নীল টিক চিহ্ন দেখা যাচ্ছে। SHARES তথ্য প্রযুক্তি বিষয়: অ্যাকাউন্টেরচ্যাটিংহোয়াটসঅ্যাপ