যুক্তরাজ্য সরকারের ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিকের কাজ কী? প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্য সরকারের ‘সিটি মিনিস্টার’ নিযুক্ত হওয়া টিউলিপ সিদ্দিক আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। ব্রেক্সিট, ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে অর্থনৈতিকভাবে চাপের মুখে থাকা ব্রিটেনের আর্থিক খাতের পুনর্গঠন নতুন লেবার সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। গেল সপ্তাহের নির্বাচনে ভূমিধস বিজয়ের পর নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেন। যদিও, বিরোধী দলে থাকাকালীন লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করায় টিউলিপের মন্ত্রিত্ব পাওয়ার বিষয়টিন একপ্রকার অনুমেয় ছিল। এবারের মন্ত্রিসভা গঠনের শুরু থেকে মূলত মন্ত্রীদের কাজ করার যোগ্যতাকে প্রাধান্য দিয়ে পদায়ন করে আসছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের সিটি অব লন্ডন এবং বৃহত্তর আর্থিক পরিষেবা শিল্পের দায়িত্বশীল সিটি মিনিস্টারের পদটির দায়িত্বগুলোর মধ্যে আর্থিক প্রযুক্তির নিয়ন্ত্রণ, ক্রিপ্টো সম্পদ এবং ঋণ ব্যবস্থাপনা নীতি অন্তর্ভুক্ত। আর এটি ব্রিটিশ সরকারের মধ্যম স্তরের মন্ত্রীর একটি পদ। ২০০৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ‘সিটি মিনিস্টার’ পদটি সৃষ্টি করেন। লর্ড মাইনার্স ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। ৪১ বছর বয়সী টিউলিপ একজন পেশাদার রাজনীতিবিদ। দলের ভেতরে একজন প্রজ্ঞাবান মেধাবী রাজনীতিবিদ হিসেবে তিনি পরিচিত। ছায়া ‘সিটি মিনিস্টার’ হিসেবে লেবার পার্টি বিরোধী দলে থাকা অবস্থায় দায়িত্ব পালন করেন টিউলিপ। আর এবার প্রায় ১৪ বছর পর দল ক্ষমতায় আসার পরপরই এ পদেই মন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি। সাধারণত অর্থমন্ত্রণালয়ের অধীনে কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর থাকে এবং তারই একটির নেতৃত্বে থাকছেন টিউলিপ। ২০১৫ সালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন আসন থেকে প্রথমবারের মতো জয়ী হয়ে এমপি হন টিউলিপ সিদ্দিক। তিনি সেবার জিতেছিলেন মাত্র ১১৩৮ ভোটের ব্যবধানে। তবে এবারের নির্বাচনে তিনি প্রায় পনের হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। টিউলিপ লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং ২০১০ সাল থেকে চার বছর ক্যামডেন কাউন্সিলের সদস্য ছিলেন। ২০১৬ সাল থেকে তিনি লেবার পার্টির হয়ে ছায়া শিক্ষামন্ত্রী, সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ভাইস চেয়ার, নারী ও সমতা নির্বাচন কমিটির সদস্যের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। লন্ডনে জন্মগ্রহণ করা মিজ সিদ্দিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা। SHARES আন্তর্জাতিক বিষয়: দায়িত্বশীলপ্রতিশ্রুতিযুক্তরাজ্য