ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৪

ইন্টারনেটের দুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে এখন প্রায় সব বাসাতেই ওয়াই-ফাই থাকে। ডিভাইসে একবার ওয়াই-ফাই পাসওয়ার্ড সেট করার পর সারাক্ষণ ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকা যায়। তবে সমস্যা হয় পাসওয়ার্ড ভুলে গেলে। অনেক সময় দেখা যায় ডিভাইসে ওয়াই-ফাই কানেক্ট করার পর আমরা পাসওয়ার্ড ভুলে যাই। এটা খুব স্বাভাবিক বিষয়। ওয়াই-ফাই পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যা নেই খুব সহজেই সামাধান করা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে ওয়াই-ফাই পাসওয়ার্ড উদ্ধার করার কৌশল জানিয়েছেন একজন প্রযুক্তিবিদ। খুব সহজেই পাসওয়ার্ড জানতে পারবেন এই কৌশলে। এ জন্য যা করতে হবে।

  • ওয়াই-ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড জানার জন্য প্রথমে ফোনের সেটিংস অপশনে প্রবেশ করে ‘কানেকশনস’-এ ক্লিক করে ওয়াই-ফাই অপশন নির্বাচন করতে হবে।
  • মোবাইলফোন যে ওয়াই–ফাই নেটওয়ার্কে যুক্ত রয়েছে, সেই নেটওয়ার্কের নাম ‘কারেন্ট নেটওয়ার্ক’ অপশনের নিচে দেখা যাবে। এবার নেটওয়ার্কের নামের পাশে থাকা ‘সেটিংস’ আইকনে ট্যাপ করলেই পরের পৃষ্ঠায় পাসওয়ার্ডের নামের অপশন দেখা যাবে।
  • এরপর ডান দিকে থাকা ‘ওয়াচ’ আইকনে ট্যাপ করে ফোনের পাসওয়ার্ড লিখে নিচে থাকা ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করলেই পাসওয়ার্ডের ঘরে ব্যবহৃত ওয়াই–ফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেখা যাবে।