নব পরিচয়ে বাংলার রঘু ডাকাতরা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪
ডাকাতি বাংলা মুল্লুকে এক সময় একটি বড় পেশা ছিল। এনিয়ে লেখক খগেন্দ্রনাথ মিত্র গত শতকের ত্রিশের দশকে ‘বাংলার ডাকাত’ নামের একটি গ্রস্থ রচনা করে বেশ সুনাম কুড়িয়েছিলেন। ডাকাত ছাড়াও এই দেশে এক সময় সিঁদেল চোর, বাটপার, জোচ্চোর, চশমখোর শব্দগুলো বাংলা লৌকিক সাহিত্যে বেশ পরিচিত ছিল। খগেন মিত্রের ডাকাতরা কাঠের উঁচু পা যাকে বলা হতো রণপা লাগিয়ে কয়েক ক্রোশ দূরে গিয়ে ডাকাতি করে নিজ গ্রামে দ্রুত ফিরে আসতো। কোন কোন ডাকাত ডাকাতি করতে বের হওয়ার আগে মন্দিরে কালি পূজা দিতো যাতে সে তার কর্মকাণ্ডের সময় কোন প্রকারের বিপদের সম্মুখীন না হয়। সিঁদেল চোরেরা বাড়ির দাওয়ায় সুড়ঙ্গ (সিঁদ) কেটে ঢুকতো। বাড়ির কর্তা যদি আগে হতে টের পেতো তার ঘরে সিঁদেল চোর ঢুকছে তাহলে সে বাড়িতে রাখা একটি রামদা নিয়ে চোরের জন্য অপেক্ষা করতো। যেই চোর মাথা ঢুকালো এক কোপে মাথা ধর থেকে আলাদা। তখনকার দিনে চোরও কম চালাক ছিল না। তারা মাথা ঢুকানোর আগে একটি কালো পাতিল ঢুকিয়ে দিত। কোন কোন চোর বা ডাকাত সারা গায়ে তেল মেখে উলঙ্গ হয়ে বাড়িতে ঢুকতো যাতে কেউ ঝাপটে ধরলে সে সহজে ছাড়া পেয়ে যেতে পারে। বাংলা সাহিত্যে রঘু ডাকাত নামের এক ডাকাতের বেশ নামডাক ছিল। তাকে নিয়ে গবেষণা পর্যন্ত হয়েছে। গবেষকরা মনে করেন তার জন্ম অষ্টাদশ শতকে। রঘু ডাকাত একটি নৈতিক অবস্থান থেকে ডাকাতি করতো। সে জমিদারদের সোনা দানা লুট করে গরীব মানুষের মাঝে বিলিয়ে দিতো। যে দিন সে ডাকাতি করতে বের হতো তার আগে সে জমিদারকে খবর দিয়ে রাখতো। ইংরেজি সাহিত্যের রবিনহুডের কথা সকলে জানি। সে সাহেব ডাকাত ছিল। ধনীদের টাকা নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিতো। তাও প্রায় তিনশত বছর আগের কথা। আর আছে আরব্য রজনীর ‘আলিবাবা চল্লিশ চোরে’র কথা। ডাকাত আলিবাবা গরীবদের ধন সম্পদ লুট করতো না। সে ধনীর সম্পদ লুট করে গরীবদের মাঝে বিলিয়ে দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
বাংলাদেশে এখন উল্লেখিত ডাকাতদের প্রাদুর্ভাব চলছে। তবে তাদের সাথে তাদের পূর্বসূরিদের তফাৎ হচ্ছে বাংলার নূতন ডাকাতরা জনগণ তথা রাষ্ট্রের ধনসম্পদ টাকা পয়সা ডাকাতি করে নিজেরা জমিদার বনে যায়, কারো কারো অবস্থাতো একটি ছোটখাট রাজ্যের সুলতানের মতো। স্বাধীন বাংলাদেশে নূতন অবয়বে এই ডাকাতদের যাত্রা শুরু হয়েছিল সিঁদেল চোরের মতো কারণ তখন ডাকাতি করার মতো মানুষের কাছে তেমন অর্থকরী বা সোনাদানা ছিল না। দেশ স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের শিল্পপতি আর ব্যবসায়ীরা তাদের অনেক কলকারখানা আর ছোট খাটো ব্যবসা এই দেশে ফেলে চলে গিয়েছিল। বঙ্গবন্ধু সরকার আইন করে সেই সব প্রতিষ্ঠানকে সরকারের আয়ত্বে নিয়ে এসে সেখানে তত্ত্বাবধায়ক বসিয়েছিলেন। তত্বাবধায়করা  বেশীর ভাগই ছিলেন মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর একটি বড় গুণ ছিল তিনি যখন দেখতেন তার কোন বিশ্বস্ত মানুষ তার দায়িত্বে অবহেলা করছেন বা অনিয়ম করছেন তাৎক্ষণিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করতেন না। নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, রিলিফ চুরি ইত্যাদি অপরাধে তিনি ২৩ জন সংসদ সদস্যকে বহিষ্কার করে এক অনন্য নজির সৃষ্টি করেছিলেন। এদের মধ্যে দু’এক মন্ত্রীও ছিলেন ।
স্বাধীন বাংলাদেশের শুরুতে রিলিফের কম্বল, গম, চিনি বা তেল চুরি হতো। কালোবাজারি হতো। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র গুদামজাত করে বাজার কারসাজি করার চেষ্টা চলতো। ১৯৭৪ সালের ডিসেম্বর মাসে এই সব চোরদের শায়েস্তা করার জন্য বঙ্গবন্ধু দেশ জরুরী আইন জারি করে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেন সকল চোর বাটপারদের গ্রেফতার করার জন্য। কে কোন পার্টি করে তা বিবেচ্য বিষয় ছিল না। স্বাধীনতার পর অনেকে নানা অজুহাতে অন্যের জায়গা জমি সম্পদ দখল করেছিল। বঙ্গবন্ধু যতটুকু সম্ভব তাদের জায়গা জমি উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেন। পঁচাত্তর পরবর্তী কালে বদলে যাওয়া শুরু করে দেশের সার্বিক চিত্র। চোরের জায়গা দখল করে ডাকাত, সমাজের দুর্বৃত্তরা হয়ে উঠে সমাজপতি আর রাজনীতিবিদ। নূতন শ্লোগানের জন্ম হয়। যে মানুষটি হয় পতিতার দালাল ছিল অথবা পকেটমার তার নামে স্লোগান উঠে ‘অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র’। তারপর একদিন সেই ‘পবিত্র’ দূর্বৃত্তটি হয়ে উঠে সবক্ষেত্রে মহা ক্ষমতাধর ব্যক্তি। কালে ক্রমে জন্ম হয় বেনজির আহমেদ, মতিউর রহমান, পিকে হালদার, মোশারফ হোসেন  আর আবিদ আলির মতো নব্য রঘু ডাকাত আর সুলতানদের। তফাৎ এই যুগের রঘু ডাকাতরা গরীব আর রাষ্ট্রের সম্পদ লুঠ করে বিদেশে নিজেদের আস্তানা গাড়েন আর বলে বেড়ান ‘বাংলাদেশে কি থাকা যায়? সন্তানের নিরাপত্তা নাই, লেখা পড়ার সুযোগ নাই, জীবনের নিরাপত্তা নাই আর ঢাকা শহরের যানজটের জন্য নড়াচড়া যায় না। চারিদিকে দূষিত বাতাস।’
বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় যত বক্তৃতা বিবৃতি দিয়েছেন তার প্রায় প্রত্যেকটিতে রাষ্ট্রীয় সম্পদ চুরি আর চোরদের কথা বলেছেন। ১৯৭২ সালের ৭ জুন সোহরাওয়ার্দি উদ্যানে এক শ্রমিক সমাবেশে বলেন ‘…মজুদদার, চোরাকারবারি আর চোরাচালানকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ..তাদের অনুরোধ করেছি, আবেদন করেছি, বুঝিয়েছি, অনেক বলেছি, একাজ করো না। আমার বিশ্বাস ছিল যে, তারা আমার কথা শুনবে। কিন্তু দেখছি “চোরা নাহি শুনে ধর্মের কাহিনী”।’ বঙ্গবন্ধুর সেই চোরারা আজ দেশ বিদেশে ইতোমধ্যে যশ আর খ্যাতি কুড়িয়ে বেশ বাহবা পেতে পাচ্ছেন। আর ধর্মের কাহিনী শুনবে কি তারাতো নিজেরাই এখন ধর্মের ফেরিওয়ালা যার উৎকৃষ্ট উদাহরণ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক গাড়ী চালক কোটিপতি আবিদ আলী। কি একটা নূরানি চেহারা। অকপটে স্বীকার করে বলেছেন চুরির টাকা আল্লাহর রাস্তায় কাজে লাগিয়েছি। সৃষ্টিকর্তা মর্ত্যে ধর্ম নাজিল করেছিলেন বিপথগামী বান্দাকে সুপথে আনার জন্য। সৃষ্টিকর্তা হয়তো এটি ধারণা করতে পারেন নি এই যুগে আবিদ আলীদের জন্ম হবে আর তারা পবিত্র ধর্মকে সাইনবোর্ড হিসেবে দুনিয়ার এমন কোন হারাম কাজ নেই যা তারা করবে না। ইদানীং যে সব নব্য রঘু ডাকাতদের আবির্ভাব হচ্ছে তাদের মধ্যে একটি বিষয়ের মিল আছে। তাদের সকলেরই বেশ লম্বা সুন্নতি দাঁড়ি আছে, কপালে সিজদার দাগ জ্বলজ্বল করছে আর প্রায় সকলেই  আলহাজ। ধর্মের এমন অপব্যবহার এই দেশে কেউ কখনো দেখেনি। বঙ্গবন্ধু একটা কথা প্রায় বলতেন ‘আমার শ্রমিক, খেটে খাওয়া মানুষ দুর্নীতি করে না করেন শিক্ষিত জনেরা’। বঙ্গবন্ধুর এই উক্তি এই যুগের রঘু ডাকাতরা অসত্য প্রমাণ করেছে। এক আবিদ আলীই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তার পূর্বের কর্মক্ষেত্রে একজন ডেসপ্যাচ রাইডার পর্যন্ত কি ভাবে রঘু ডাকাত হয়ে উঠতে পারে। মালিক হতে পারে কোটি কোটি টাকার সম্পদের। বড়কর্তারাতো আছেনই। এক এগারোর পর অনেকেই ‘বনের রাজা ওসমান গনির’ নাম শুনে থাকবেন। ছিলেন একজন বনরক্ষক। দেশের বনবাদার উজাড় করে টাকাকড়ি যা কামিয়েছিলেন তা নিজের বাড়ীর চালের ড্রাম থেকে শুরু করে শোয়ার বালিশে রেখে নিজের বাড়ীকেই আলিবাবার মতো ধনসম্পদের গুহা বানিয়ে ফেলেছিলেন। যখন সব ধরা পড়লো তার সেই টাকা গোনাগুনতির জন্য ব্যাংক হতে টাকা গোনার মেশিন আনতে হয়েছিল। এখন তার নূতন সংস্করণ বন সংরক্ষক মোর্শারফ হোসেন। পুলিশের সাবেক আইজি বেনজীরের নজীর বিহীন কর্মকাণ্ডের পর এখন নানা স্তরের পুলিশ কর্মকর্তাদেরও নাম প্রকাশিত হচ্ছে। রাস্তায় ট্রাক থামিয়ে যখন একজন ট্রাফিক পুলিশ একশত টাকা সালামি নেয় সেটা হয় পকেট কাটা আর তাদের উদ্বর্তন কর্মকর্তারা যখন লক্ষ কোটি টাকার নীচে কথা বলেন না তখন তা হয় ডাকাতি। সেই পুরানো দিনের রঘু ডাকাতরা তাদের স্ত্রীদের তেমন একটা মর্যাদা দিতেন বলে জানা যায় না। বর্তমানের রঘু ডাকাতরা স্ত্রীদের প্রতি বেশ অনুগত কারণ তাদের সাথে তাদের ডাকাতির অংশ স্ত্রী সহ পরিবারের অন্য সদস্যদের অংশীদার করেন। একজনতো চালাকি করে নিজের নামে ব্যাংকে সাতশত হিসাব খুলেছিলেন। তা কি ভাবে সম্ভব সেই প্রশ্ন এখন অবান্তর কারণ এই দেশে রঘু ডাকাতের বারবাড়ন্ত শুরু হয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ কোন কোন সদস্যদের দিয়ে। অনেক ব্যাংক পরিচালক গ্রাহকের টাকাকে অনায়াসে নিজের টাকা মনে করে বিদেশে চালান করতে দ্বিধাবোধ করেন না। ডিজিটাল যুগে দেশে এত ব্যাংক কেন দরকার সেই প্রশ্নের মীমাংসা জরুরী হয়েছে ।
জনপ্রশাসন, অর্থ, ভূমি, স্বাস্থ্য, শিক্ষা সহ খুব কম মন্ত্রণালয় আছে যেখানে এই সব নব্য রঘু ডাকাতদের বিচরণ নাই। কোন মন্ত্রণালয়ে বেশী দুর্নীতি হয় তা নিয়ে বিতর্ক হতে পারে। এই সব মন্ত্রণালয়ের কিছু বিভাগ বা অধিদপ্তরের মধ্যে প্রতিযোগিতা হতে পারে। এর মধ্যে আছে এনবিআর, মাউসি, পুলিশ প্রশাসন, পরিবেশ ও বন অধিদপ্তর, সরকারি ক্রয় সংক্রান্ত বিভিন্ন কমিটি।
বর্ণিত নব্য রঘু ডাকাতদের সাথে এখন জন্ম হয়েছে আর এক শ্রেণীর উঠতি ডাকাত। অভিযোগের তীরটা কোন কোন মন্ত্রীর এপিএস’র দিকে। এরা মন্ত্রী নিজের পছন্দের লোক হয়। এপিএস হওয়ার আগে সাধারণত এরা মন্ত্রীর টেণ্ডল অর্থাৎ তাদের বস মন্ত্রী হওয়ার আগে গুরুর ফায় ফরমায়েশ খাটে। গুরু মন্ত্রী হয়ে গেলে তার পদোন্নতি হয়ে সে এপিএস হয়ে যায়। তারপর তার হাতে চলে আসে টাকা বানানোর পরশ পাথর। মন্ত্রীর হাতে ফাইল যাওয়ার আগে তাকে খুশি করতে হয়। বাকিটা সহজে অনুমেয়। একজনের একটি নিয়োগের ফাইল প্রায় তিন বছর আটকে ছিল একটি মন্ত্রণালয়ে। সেই নিয়োগ না হওয়াতে সেই ব্যক্তি এখন দেশ ছাড়ছেন। অনেক এপিএস আছেন যাদের আগে রিক্সায় চড়ার পয়সা ছিল না। এখন তারা ঢাকা শহরেই একাধিক বাড়ী আর গাড়ীর মালিক। এদের দিকে তাকানোর সময় দুর্নীতি দমন কমিশনের তেমন একটা সময় নেই কারণ তারা নব্য রঘু ডাকাতদের নিয়ে ব্যস্ত যদিও মানুষ জানে এই যুগের রঘু ডাকাতদের তেমন কিছু একটা হবে না। হবে কি ভাবে তাদের সম্পদের প্রায় সকলটাইতো এই দেশের ব্যাংকের মাধ্যমেই দেশের বাইরে পাচার করে দিয়েছেন? সাধারণত ব্যাংকে একটি পঞ্চাশ হাজার টাকার চেক দিলে জাতীয় পরিচয় পত্র চায় আবার অস্বাভাবিক লেনদেন হলে বাংলাদেশ ব্যাংকে অবহিত করে। এখন প্রশ্ন বেনজীর কি ভাবে হাজার কোটি টাকা ব্যাংক থেকে তুলে বিদেশে পাচার করে দিয়েছে। তার এই অপকর্মের সাথে সংশ্লিষ্ট ব্যাংকও কি জড়িত ছিল? এই অনুসন্ধান করার দায়িত্ব কার?
ইদানিং এই সব রঘু ডাকাতদের কর্মকাণ্ড দেখে মনে হতে পারে দেশে বুঝি রঘু ডাকাতরা কিলবিল করছে? না তেমনটি না। এখনো দেশে সৎ মানুষ আছে তবে তাদের কদচিৎ সরকার  কাজে লাগায়। লাগালে তারা কি অসাধ্য সাধন  করতে পারেন পদ্মাসেতু কার জ্বলন্ত প্রমান। বঙ্গবন্ধু সরকার গঠন করার শুরুতেই তার আস্থাভাজন সৎ ও যোগ্য মানুষদের বেছে নিয়েছিলেন যাদের অক্লান্ত পরিশ্রমে তিনি একটি যুদ্ধবিধ্বস্থ দেশকে শত্রুর মুখে ছাই দিয়ে হাঁটতে শিখিয়েছিলেন। তাঁর সাথে তিনি পেয়েছিলেন জাতীয় চার নেতাকে। পরিকল্পনা কমিশনকে সাজিয়েছিলেন এমন সব মানুষ দিয়ে যারা একটি যুদ্ধবিধ্বস্থ দেশকে পুনর্গঠন করতে তাঁকে কার্যকর ভাবে সহায়তা করেছিলেন। স্বাধীন বাংলাদেশের শুরুতে বেশীর ভাগ পুলিশের পায়ে কোন প্রকার জুতা ছিল না। এমন একটি চিত্র বিশ্বখ্যাত মাসিক পত্রিকা ‘ন্যাসন্যাল জিওগ্রাফিক্স’ এর প্রচ্ছদে ছাপা হয়েছিল। যে মুহূর্তে বঙ্গবন্ধুর নীতি নির্ধারণী বলয়ে খোন্দকার মোশতাক, তাহের উদ্দিন ঠাকুর আর মাহবুব আলম চাষীরা ঢুকে পড়েছিলেন সেই মুহূর্তে জাতির পিতার দুঃসময় শুরু হয়। দুঃখের বিষয় হচ্ছে পিতার মতো কন্যার ভাগ্যটা তেমন নয়। এখনতো যে দিকেই দৃষ্টি যায় সে দিকেই মোশতাক, চাষী আর ঠাকুরের বংশধররা। কারো নাম বেনজির, কেউ বা মতিউর অথবা আবিদ আলী বা মোশারফ হোসেন। আগে মানুষ বলতো কোর্ট কাচারি আর থানার দেয়ালের ইটও পয়সা খায়। এখন সরকারের কোন অফিস তা খায় না তা গবেষণার বিষয় বটে। শুধু পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিক সব নাটকীয় ঘটনা বিচার করলে দেশের অন্যান্য দপ্তরের চেহারা কেমন হতে পারে তা অনুমান করা যায়। এই সব নব্য রঘু ডাকাতরা যখন মিডিয়ার কল্যাণে জনসম্মুখে চলে আসে তখন সংশ্লিষ্ট কতৃপক্ষ তাকে এক স্থান থেকে অন্য স্থানে শুধু বদলি করা হয় কারণ এদের খুটির জোর বেশ শক্ত। এমন ব্যবস্থা কোন শাস্তি হতে পারে না। সম্প্রতি একটি শিক্ষা বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরণের দুর্নীতির অভিযোগের তদন্ত হচ্ছে ঠিক তখন তাকে একই পদমর্যাদায় একই জেলায় অন্য আর একটি গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয় কারণ তার খুটির জোর বেশ শক্ত ।
সব শেষে দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের একটি বক্তব্য দিতে চাই। গত ৮ই জুলাই তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটে এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে বলেন ‘উন্নয়নের সুফল দুর্নীতির চোরাবালিতে তলিয়ে যাচ্ছে’। তাঁর এই বক্তব্যেও সাথে দ্বিমত করার  কোন কারণ নেই। তবে এই যুগের রঘু ডাকাতদের কি ভাবে দমন করা যাবে তা নিয় সরকারকেই গভীর ভাবে চিন্তা করতে হবে।