শেষ ম্যাচেও হারল জিম্বাবুয়ে প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪ সাঞ্জু স্যামসনের ফিফটি ও শিভাম দুবের ক্যামিও ইনিংসে ভারত পেয়েছিল লড়াকু পুঁজি। সেই পুঁজি নিয়েই জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। মুকেশ কুমার ৩.৩ ওভার বল করে ২২ রানে নিয়েছেন ৪ উইকেট। যা তার ক্যারিয়ার সেরাও বটে। আর তাতেই জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১২৫ রানে। ১৬৮ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের তৃতীয় বলেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ওয়েসলি মাধেভেরেকে সাজঘরে ফেরান মুকেশ। এরপর দ্বিতীয় ওভারে এসে ব্রায়ান বেনেটকেও আউট করে জিম্বাবুয়েকে চাপে ফেলেন তিনি। তৃতীয় উইকেটে তাদিওয়ানাশে মারুমানি ও ডিওন মেয়ার্স মিলে যোগ করেন ৪৪ রান। মারুমানি ২৪ বলে ২৭ ও মেয়ার্স ৩২ বলে ৩৪ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে জিম্বাবুয়ে। শেষদিকে একমাত্র লড়াই করতে পেরেছেন ফারাজ আকরাম। তার ১৩ বলে ২৭ রানের ইনিংস ছাড়া বাকি কেউই বলার মতো রান করতে পারেননি। মুকেশ চারটি উইকেট নিয়ে ভারতের সেরা বোলার। দুটি উইকেট নিয়েছেন শিভম দুবে। আর একটি করে উইকেট পেয়েছেন্ন তুষার দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর ও অভিষেক শর্মা। SHARES ক্রিকেট বিষয়: জিম্বাবুয়েকেশেষদিকে