পাকিস্তানকে হারিয়ে ‘বিতর্কিত’ নাচ, যুবরাজদের নামে থানায় অভিযোগ প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই জয় উদযাপন করতে গিয়ে এবার বিতর্কে জড়ালেন যুবরাজ সিং, হরভজন সিং ও সুরেশ রায়নারা। ইনস্টাগ্রাম রিলে ‘তওবা-তওবা’ গানের তালে নেচেছেন যুবরাজ, হরভজন, রায়না ও গুরকিরৎ। কিন্তু তাদের নাচের ধরন নিয়ে শুরু হয়েছে বিতর্ক, যে কারণে তাদের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন হরভজন। যা মজার ছলে করা হলেও, নেটিজেনদের একাংশের কাছে সেটি বিব্রতকর। ইনস্টাগ্রাম রিলে ‘তওবা-তওবা’ গানের তালে যুবরাজ, হরভজন, রায়না ও গুরকিরৎকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। সেই ভিডিওতে বলিউড অভিনেতা ভিকি কৌশলকেও ট্যাগ করা হয়, কারণ তার এক সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছে। নেটিজেনদের অনেকেই বিষয়টি মজার ছলে নিলেও, ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অনেককে। এই নাচের মাধ্যমে তারা শারীরিক প্রতিবন্ধীদের উপহাস করেছেন বলে অভিযোগ উঠেছে। মানসী যোশির মতো প্যারা ব্যাডমিন্টন তারকা তো সরাসরি হরভজনদের আচরণের নিন্দা জানিয়েছেন। তার দাবি– পোলিও আক্রান্ত বা শারীরিক প্রতিবন্ধীদের হাঁটার ধরন নিয়ে বিদ্রুপ করার মধ্যে বীরত্বের কিছু নেই। SHARES ক্রিকেট বিষয়: চ্যাম্পিয়নবিতর্ক