‘রাজাকার’ স্লোগানে নেতৃত্ব দানকারীদের চিহ্নিত করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

প্রধানমন্ত্রীর বক্তব্য কি নিয়ে যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। যারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, কোটা বিষয়টি এখন বিচারাধীন, সরকারের পক্ষে এখন কিছু করার নেই। আদালত যে নির্দেশনা দিবে সরকার সে ধরণের ব্যবস্থা নিবে। এটি যারা বুঝে না তারা আদালত অবমাননা করছেন।

এই যে আন্দোলন করছে এটা আদালত অবমাননার সামিল উল্লেখ করে আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, এটি সুপ্রিমকোর্ট এর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। দেশের সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।