শাহজালালে আধুনিক রেডার, বিপুল আয়ের সঙ্গে মিলবে যেসব সুবিধা

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

চার দশক পর দেশের আকাশসীমায় নজরদারির স্ক্ষমতা বাড়াতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসছে নতুন রেডার। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও এখন সেই রেডার দিয়ে পরীক্ষামূলকভাবে দেশের আকাশসীমায় নজরদারি করা হচ্ছে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাও চলে এসেছে আধুনিক এই রেডারের আওতায়।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন রেডার ব্যবস্থাটি পুরোপুরি চালু হলে বাংলাদেশের আকাশসীমায় নজরদারি আরও সহজ, দ্রুত এবং নির্ভুল হবে। পাশাপাশি ‘ওভার ফ্লাইং’ ফি হিসেবে বিপুল অর্থও আয় করাও সম্ভব হবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদ্য সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজালালে রেডার স্থাপনের কাজ প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন যে রেডারটি স্থাপন করা হয়েছে, এটি পুরোপুরি ফাংশনাল হতে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত সময় লেগে যাবে।

বিমানবন্দরে গিয়ে দেখা গেছে, নতুন রেডার স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি শাহজালালে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার ও অপারেশন বিল্ডিংয়ের চলমান কাজও শেষের পথে।

তবে এই রেডার ও নেভিগেশনের পুরো সুবিধা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। রেডারের কাজের সঙ্গে অটোমেশনসহ আরও কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো শেষ করতে চলতি বছরের শেষ সময় পর্যন্ত লেগে যাবে।

প্রকল্পের লজিস্টিকস সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থালেস। কোম্পানির স্থানীয় প্রতিনিধি অ্যারোনেস ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড।