‘কোটা সংস্কারের আন্দোলন বিএনপি–জামায়াতের সরকারবিরোধী আন্দোলন’

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।

কাদের বলেন, ‘এ আন্দোলনের পেছনে যারা ভূমিকা রাখছে তারা মুক্তিযুদ্ধবিরোধী- এ কথা দিবালোকের মত সত্য। কোটা সংস্কারের এ আন্দোলন বিএনপি–জামায়াতের সরকারবিরোধী আন্দোলন।’

সেতুমন্ত্রী বলেন, ‘এর আগেও কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন লন্ডনে পলাতক দণ্ডিত তারেক রহমান ও তাঁর দল। মুক্তিযুদ্ধকে অবমাননা করে এ আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামায়াতের সরকার পতনের বাসনা কর্পুরের মত উবে যাবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাখা বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে একটি মতলবি মহল, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। চলমান আন্দোলনে উস্কানি পেয়ে শিক্ষার্থীরা যে স্লোগান দিয়েছে তা সরাসরি মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধী।’

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ প্রসঙ্গে কাদের বলেন, ‘ছাত্রলীগকে দোষারোপ করা একটা ফ্যাশন হয়ে গেছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীরা সন্ত্রাস করেছে। ছাত্রলীগের ৫০০ নেতাকর্মী আহত হয়েছে। বিএনপি–জামায়াতের বিভিন্ন পেজ থেকে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের সংবাদ সম্মেলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দুই জনের মৃত্যুর যে তথ্য ম্যাথিউ মিলার দিয়েছেন তা আজগুবি।’

চলমান কোটা আন্দোলন নিয়ে কাদের বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাই। বিশৃঙ্খলা করলে সময়মত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের আগে কোটার সিদ্ধান্ত গ্রহণের কোন সুযোগ নেই বলেও জানান তিনি।