‘শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে রাষ্ট্রীয় কাঠামোয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত’ প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় কাঠামোর উপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এদের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। সোমবার (২৯ জুলাই) সকালে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান। ১৪ দলের নেতারা বলেন, যারা দেশকে অকার্যকর করতে চায়, স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই এ ঘটনা ঘটিয়েছে। তারা আরও বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়ার ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ঐক্যবদ্ধ থাকলে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব বলেও মন্তব্য করেন তারা। SHARES রাজনীতি বিষয়: আহ্বানধ্বংসযজ্ঞ