দরবৃদ্ধির শীর্ষে টেকনো ড্রাগস প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৪ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, সোমবার (২৯ জুলাই) টেকনো ড্রাগসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিবরা ইনফিউশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩৯ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। আর ৪০ পয়সা বা ৪ দশমিক ৩৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউনাইটেড ফাইন্যান্স। সোমবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ, জেমিনি সি ফুড, সায়হাম টেক্সটাইল, ফার্মাএইড, ন্যাশনাল ব্যাংক, রেকিট বেনকিজার এবং ওয়ান ব্যাংক পিএলসি। SHARES অর্থনীতি বিষয়: কোম্পানিগুলোরফাইন্যান্স