প্রথম শিরোপা উঁচিয়ে ধরার অপেক্ষায় সিলেট

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

বিপিএল শুরু হতে বাকি নেই একদিনও। এরই মাঝে উন্মাদনা শুরু হয়ে গেছে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে। একটি ট্রফি, ৭টি দলের লড়াই, একটাই লক্ষ্য, শিরোপা। কার হতে উঠবে ট্রফি? কে হবে এবারের চ্যাম্পিয়ন? কোন খেলোয়াড় হবে এবারের সেরা? এগুলোর উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। এক মাসব্যাপী চলা এই আসরের প্রত্যেকটি দলের রয়েছে নিজস্বতা, শক্তি এবং লড়াই করার মানসিকতা। আজ জানবো বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্স সম্পর্কে।

ভিন্ন ভিন্ন নামে বিপিএলে সিলেট
চায়ের শহর সিলেট। পর্যটন নগরী খ্যাত এই শহরটি নানা কারণে বিখ্যাত। ২০১২ সালে বিপিএলের শুরুর দিকে যে কয়েকটি দল অংশগ্রহণ করেছিল তার মধ্যে সিলেট ছিল অন্যতম। ২০১২ সালে বিপিএলের প্রথম মৌসুমে দলটির নাম ছিল সিলেট রয়্যালস। এ নামে প্রথম ও দ্বিতীয় মৌসুম শেষ করে তারা। ২০১৫ সালে দলটির নতুন করে  মালিকায় পরির্বতন হয়। দলটিকে কিনে নেন আলিফ গ্রুপ। সিলেটের নাম পরির্বতন করে রাখা হয় সিলেট সুপার স্টার। বকেয়া বেতন পরিশোধ না করায় বিসিবি চতুর্থ বিপিএলে দলটিকে বাদ দেয়। ২০১৭ সালে আবারো সিলেটের মালিকানা পরির্বতন হয়ে নাম রাখা হয় সিলেট সিক্সার্স। ২০১৯ মৌসুমে ফের নাম পরির্বতন হয় বিপিএলে। সিলেট থান্ডার হিসাবে খেলে তারা। ২০২১ সালে নাম রাখা হয় সিলেট সানরাইজার্স। ফের নাম পরির্বতন হয়ে দলটির নাম রাখা হয় সিলেট স্ট্রাইকার্স। নামে বর্তমান মৌসুমেও খেলছে তারা।২০২৪ সালে বিপিএলে দল গঠন করতে যত খরচ সিলেটের
বিপিএলে এখন পর্যন্ত বড় কোন অর্জন নেই সিলেটের। এবারের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২৬ লাখ টাকা খরচ করে দল গুছিয়েছে ফিউচার স্পোর্টসের অধীনে খেলা এই সিলেট। ড্রাফট থেকে সিলেটের সিলেকশন মন্দ হয়নি খুব একটা। বিপিএলে মাশরাফি বিন মর্তুজা অনিশ্চিত জেনেও তাকে দলে নিয়েছে সিলেট। সরাসরি চুক্তিতে তারা দলে টেনেছে সর্বশেষ উইন্ডিজ সফরে চমক দেখানো জাকের আলীকে। দেশি খেলোয়াড়দের মধ্যে সিলেট ধরে রেখেছে তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে। বিদেশীদের মধ্যে খুব একটা বড় নামকে দলে ভেড়াতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ডিরেক্ট সাইনিংয়ে সিলেটের ঢেরায় পা রাখতে যাচ্ছে আইরিশ ওপেনার পল স্টারলিং ও স্কটিশ ব্যাটার জর্জ মুনসি। ড্রাফট থেকে সিলেটের বড় অর্জন ইংলিশ পেসার রিচ টপলি।