জেনসেন-রাবাদার অবিশ্বাস্য ব্যাটিংয়ে পাকিস্তানের নাটকীয় হার প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪ সেঞ্চুরিয়ন টেস্টের চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে মাত্র ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। স্বল্প এই পুঁজি নিয়েই জয়ের দ্বারপ্রান্তে ছিল শান মাসুদের দল। ৯৯ রান তুলতেই তুলে নেয় প্রোটিয়াদের ৮ উইকেট। অর্থাৎ, শেষ ২ উইকেট হাতে রেখে স্বাগতিকদের করতে হবে আরও ৪৯ রান। এমন সমীকরণের ম্যাচও অবিশ্বাস্যভাবে দক্ষিণ আফ্রিকার পক্ষেই কথা বলল। ২ উইকেটের নাটকীয় জয় পেয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার নাটকীয় এই জয়ের নায়ক মার্কো জেনসেন ও কাগিসো রাবাদা। ৯৯ রানে আট উইকেটের পতনের পর নবম উইকেটে পঞ্চাশোর্ধ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করার পরই মাঠ ছাড়েন এই দুজন। ৪ বছর পর ফেরা মোহাম্মদ আব্বাস দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে দলকে স্বপ্ন দেখালেও শেষ হাসি এনে দিতে পারেননি। সুপারস্পোর্ট পার্কে আব্বাসের করা ওভারেই চার মেরে দলের জয় নিশ্চিত করেন জেনসেন। এই চার হয়ে গেল আরেকটি উপলক্ষও। এই জয়ের মাধ্যমে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে খেলা নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। ১৪৮ রানের লক্ষ্যে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে আবার ব্যাটিং করতে নামা প্রোটিয়াদের চতুর্থ ইনিংসে দরকার ছিল ১২১ রান, পাকিস্তানের ৭ উইকেট। দিনের শুরুটা দারুণ করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করাম ও অধিনায়ক টেম্বা বাভুমা। ১৯ রানে উইকেটে সঙ্গী হওয়ার পর এদিন তারা যোগ করেন আরও ৩৫ রান। ৬২ রানে মার্করামের (৩৭) পতন ঘটে। মার্করামের বিদায়েও ডেভিড বেডিংহ্যামকে নিয়ে নিরাপদ ঘাটিতে পৌঁছানোর লড়াই চালিয়ে যান বাভুমা। প্রোটিয়া শিবিরে ধস শুরু হয় দলীয় ৯৬ রানে বাভুমাকে (৪০) আব্বাস ফেরালে। এক শ রানে পৌঁছানোর আগে কাইল ভেরেইন্নি, বেডিংহ্যাম ও করবিন বশকেও হারায় স্বাগতিকরা। এরপরই শুরু হয় জেনসেন-রাবাদা লড়াই। পাকিস্তানের বোলারদের হতাশ করে দলকে জয়ের বন্দরে ভেড়ান এই দুজন। শেষ পর্যন্ত জেনসেনের নামের পাশে ২৪ বলে অপরাজিত ১৬ রান আর রাবাদার নামের পাশে ২৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। ৫টি বাউন্ডারিতে এই রান করেন তিনি। বৃথা যায় ৫৪ রানের বিনিময়ে আব্বাসের ৬ শিকার। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অবশ্য প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৩৭ করা মার্করাম। দুই ম্যাচের সিরিজে প্রোটিয়ারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে। SHARES ক্রিকেট বিষয়: পাকিস্তানসেঞ্চুরিয়ন