সাবেকদের লিগে সাকিব

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

আগামীকাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এই বিপিএলে সাকিব আল হাসানের খেলা কথা ছিলো চিটগাং কিংসের হয়ে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। 

দেশের মাটিতে শেষ টেস্ট খেলার আকুতি জানিয়েও খেলতে পারেননি। বিপিএলে তাকে চিটাগাং কিংস দলে নিলেও তার খেলা এখনও অনিশ্চিত। দেশের মাটিতে খেলা নিয়ে অনিশ্চয়তা চললেও নিয়মিত খেলে যাচ্ছে বাইরের লিগে।

তারই ধারাবাহিকতায় এবার সাবেকদের লিগে দল পেয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। তাকে দলে নেওয়া বিষয়টি নিশ্চিত করেছে দুবাই জায়ান্টস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। এই লিগে সাকিবের অন্তর্ভূক্তি ইঙ্গিত দিচ্ছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার ইতি টানার।

এর আগে দুবাই জায়ান্টসের দলে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা এবং ভারতের হরভজন সিং ও স্যামুয়েল বদ্রির মতো তারকারা খেলেছেন। গ্রেল আসরে চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

উল্লেখ্য, সাকিব ছাড়াও বিপিএলে অংশ নেওয়া নিয়ে শঙ্কা আছে চিটাগাং কিংসের অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মঈন আলিকে নিয়েও। ছাড়পত্র  না পাওয়ায় পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে না ম্যাথিউসকে।। এছাড়া ইংল্যান্ডের মঈন আলিরও অংশগ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে, কারণ তিনি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-২০-তে খেলবেন।