লিগে টানা পঞ্চম জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিলান প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪ লিগে টানা পঞ্চম জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিলান। কাজারিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠেই আতিথ্য নেয় ইন্টার। প্রথমার্ধের পুরোটা সময় সফরকারীদের আটকে রাখতে সফল হয় কাজারি। দারুন খেলেও গোলের দেখা না পাওয়ায় গোলশুন্যভাবেই শেষ প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় ইন্টার। আলেসান্দ্রো বাসতোনি শট থেকে লিড নেয় তারা। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন দলের আর্জেন্টাইন তারকা লাওতারো মার্তিনেজ। এর ৭ মিনিট পরই দলের তিন নাম্বার গোলটি করেন আকান কালানগলু। এ জয়ে ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে জায়গা করে নিয়েছে ইন্টার। এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আতালান্তা। SHARES খেলাধুলা বিষয়: ইন্টারমিলান