দামেস্কে অস্ত্রাগারে বিস্ফোরণ : নিহত ১১

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি অস্ত্রাগারে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, রাজধানী দামেস্ক থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আদ্রার শিল্প এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান আবদেল রহমান জানান, বাশার আল–আসাদের পতনের পর গরিব ও নিম্ন আয়ের অনেক মানুষ বিক্রয়যোগ্য ধাতুর সন্ধানে সামরিক স্থাপনাগুলোতে ঢুকে পড়ে। বিস্ফেরণে তাদেরই কেউ কেউ নিহত হতে পারেন বলে জানান তিনি।

এদিকে, ইসরায়েলি বাহিনীর হামলায় বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল কর্তৃপক্ষ।