পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৯ প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন। আজ সোমবার এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, শনিবার গভীর রাত পর্যন্ত চলা ওই সংঘর্ষে আফগানিস্তানের ৮ জনের প্রাণহানি ঘটে। এছাড়া পাকিস্তানের এক সেনা নিহত হয়েছেন। দীর্ঘদিন ধরে খাইবার পাখতুন ও বেলুচিস্তান সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আফগানিস্তানকে দায়ী করে আসছে ইসলামাবাদ। কাবুলে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীদের আফগানিস্তান সমর্থন দিয়ে আসছে বলেও অভিযোগ পাকিস্তানের। গত সপ্তাহে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে টিটিপির অবস্থান লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা করে। এতে অন্তত ৪৬ জন নিহত হন। এরপর থেকে সীমান্তে দুই পক্ষের পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে। SHARES আন্তর্জাতিক বিষয়: আফগানিস্তানপাকিস্তানপ্রাণহানি