দক্ষিণ কোরিয়ায় বিমানের টিকেট বাতিলের হিড়িক

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জন নিহত হবার পর ফ্লাইটের টিকিট বাতিলের হিড়িক পড়েছে। এরই মধ্যে প্রায় ৬৮ হাজার মানুষ তাদের টিকিট বাতিল করেছেন।

১৮১ জন আরোহী নিযে গত রোববার মুয়ানের দক্ষিণ-পশ্চিম কাউন্টির মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের একটি বিমান বিধ্বস্ত হওয়ার পরই বেশিরভাগ যাত্রী তাদের টিকিট বাতিল করেছেন।

দেশটির বার্তাসংস্থা ইয়োনহাপের তথ্য অনুসারে, জেজু এয়ার জানিয়েছে, প্রায় ৬৮ হাজার ফ্লাইট রিজার্ভেশন বাতিল করা হয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটের ৩৩ হাজারেরও বেশি টিকিট বাতিল করা হয়েছে। আর আন্তর্জাতিক বিভিন্ন রুটের টিকিট বাতিল হয়েছে ৩৪ হাজারেরও বেশি।

রোববার অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে যাওয়ায় রানওয়েতে বিধ্বস্ত হয় জেজু এয়ারের 7C2216 ফ্লাইটটি। তবে বিমানবন্দরে রানওয়ের পাশে কংক্রিটের ঢিবির অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন কিছু বিশেষজ্ঞ এবং পর্যবেক্ষক।