বড়সড় আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে গেল চার ক্রিকেটারের নাম

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

বড়সড় আর্থিক প্রতারণার সঙ্গে জড়িয়ে গেল ভারতের তারকা ওপেনার শুভমান গিলসহ আরও তিন ক্রিকেটারের নাম। গুজরাটে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে তারা যুক্ত বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ৪৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে চার ভারতীয় ক্রিকেটার জড়িত। তাদের সবাইকে তলব করেছে গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই চিটফান্ডের অন্যতম কুশীলবকে ইতোমধ্যে আটক করা হয়েছে বলেও দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।