পেনাল্টি মিস আর লাল কার্ডের ম্যাচে রিয়ালের জয় প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫ এক ম্যাচেই ঘটেছে নাটকীয় সব ঘটনা। শুরুতে পিছিয়ে পড়া। দীর্ঘক্ষণ স্কোর লাইন থাকলো ১-০। তার পর ৭৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। তাতে হারটা যখন সম্ভাব্য ফল মনে হচ্ছিল তখন শেষ দিকে হঠাৎ জ্বলে ওঠা। শেষ দিকের দুই গোলে হারতে বসা ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোস। ভ্যালেন্সিয়ার বিপক্ষে এমন জয়ে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি শিষ্যদের প্রশংসা না করে পারছেন না। তবে সমালোচনাও করেছেন এক ম্যাচে দুই রূপ প্রদর্শন করায়! ম্যাচের ৮৫ মিনিটে দলকে সমতায় ফেরান লুকা মদ্রিচ। ৯০+৫ মিনিটে জয়সূচক গোল করেছেন জুড বেলিংহ্যাম। ঘুরে দাঁড়ানো জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘এটার ব্যাখ্যা দিতে পারবো না আমরা কতটা বাজে ছিলাম প্রথমার্ধে। তার পর দ্বিতীয়ার্ধে অনেক ভালো প্রদর্শনী। তার ওপর একজন কম নিয়ে খেলা।’ একই ম্যাচে ভালো-খারাপের মিশেল থাকায় ব্যাপারটা গ্রহণ করতে পারছেন না আনচেলত্তি, ‘আমরা তিন পয়েন্টের যোগ্য। কিন্তু একই সাথে দুই রূপ আমরা দেখাতে পারি না। ভীষণ বাজে ছিলাম প্রথমার্ধে। আবার ভীষণভালো বিরতির পর।’ অথচ দ্বিতীয়ার্ধেই সমতা ফেরানোর সুযোগ ছিল রিয়ালের। ৫২ মিনিটে এমবাপ্পে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। দুর্ভাগ্য স্পট কিক থেকে জাল কাঁপাতে ব্যর্থ হন জুড বেলিংহ্যাম। সেই বেলিংহ্যামই যোগ হওয়া সময়ে জয় নিশ্চিত করেছেন। তবে সর্বশেষ চার পেনাল্টির মধ্যে তিনটি পেনাল্টি মিসের ঘটনা ঘটিয়েছে লস ব্লাঙ্কোস। যার সমালোচনা করেছেন আনচেলত্তি, ‘এটা আমাকে ভোগাচ্ছে যে আমরা তিনটি পেনাল্টি মিস করেছি। এখন মনে হচ্ছে কাকে দিয়ে পেনাল্টি নিতে হতে সেটার দায়িত্ব আমাকেই নিতে হবে। ’ এই জয়ে লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তাদের সংগ্রহ ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট। দুইয়ে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে তারা। অ্যাতলেতিকো অবশ্য এক ম্যাচ কম খেলেছে। SHARES খেলাধুলা বিষয়: আনচেলত্তিপেনাল্টিবেলিংহ্যাম