সাত বছর পর দেখা হলো মা-ছেলের

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকালে লন্ডনের হি‌থ্রো বিমানবন্দরে পৌঁ‌ছেছেন। সেখানেই প্রায় সাত বছর দেখা হলো ছেলে তারেক রহমানের সঙ্গে।

নির্ধা‌রিত স‌ময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা দেরিতে তাকে বহনকারী এয়ার অ্যাম্বু‌লেন্স‌টি লন্ডনে পৌঁছায়।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, পুত্রবধু ডা. জোবাইদা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এ সময় জিয়া প‌রিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরাও উপ‌স্থিত ছিলেন।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষে কামাল উদ্দিন বিমানবন্দরে সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক জানান, ম্যাডামকে নি‌য়ে চি‌কিৎসক ও প‌রিবারের সদস্যরা হাসপাতালের পথে রওনা হয়েছেন।