লস অ্যাঞ্জেলেসে দাবানলে ৫ জনের প্রাণহানি প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। এর ফলে সেখানে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে পূর্বদিকে সান গাব্রিয়েল পর্বতের পাদদেশে আগুনে চার হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়ে গেছে। শত শত বাড়ি ধ্বংস হয়েছে এবং সেখানে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে প্যাসিফিক প্যালিসেডস শহরের ৬ হাজার হেক্টরেরও বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তারা কিছুটা পানির সংকটে পড়েছেন। এদিকে একই সময়ে এক লাখেরও বেশি মানুষকে দাবানল এলাকা থেকে সরে যেতে আদেশ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের কর্মকর্তরা জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানল এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড়ের মতো বাতাসের কারণে আগুন নেভানোতে বাধা সৃষ্টি করছে। ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি সাংবাদিক সম্মেলনে জানান, গতকাল বুধবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলস অঞ্চলে একটি নতুন আগুন ছড়িয়ে পড়ে এবং নতুন করে আরও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। সূত্র: রয়টার্স SHARES আন্তর্জাতিক বিষয়: দাবানলপ্রাণহানিসার্ভিসের