তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোলা মাদুরো প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলা মাদুরো। আজ শনিবার রয়টার্স জানায়, টানা ছয় মাস ধরে নির্বাচনী বিবাদ, প্রেসিডেন্ট পদ থেকে আন্তর্জাতিকভাবে সরে যাওয়ার চাপ এবং তাঁকে আটক করতে যুক্তরাষ্ট্রের পুরস্কার বৃদ্ধি সত্ত্বেও গতকাল শপথ নেন নিকোলা মাদুরো। ২০১৩ সাল থেকে মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মাদুরোর প্রায় এক যুগের শাসনামলকে দেশটির গভীর অর্থনৈতিক ও সামাজিক সংকটের কাল হিসেবে ধরা হয়। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করেন। যদিও তাঁর বিজয় নিশ্চিত করে ভোটের বিস্তারিত ফলাফল কখনোই প্রকাশ হয়নি। ভেনেজুয়েলার বিরোধীদের দাবি, ব্যালট বাক্সের ভোটের হিসাবে অনুযায়ী নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছেন মাদুরোর বিরোধী প্রার্থী এদমুন্দো গনসালেস। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ তাঁকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকেরা বলছেন, এই নির্বাচন গণতান্ত্রিক ছিল না। SHARES আন্তর্জাতিক বিষয়: দেশটিরপ্রেসিডেন্টমাদুরো