ত্বকে বলিরেখা পড়তে দেবে না কোরিয়ান এই মাস্ক প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ কোরিয়ানদের গ্লাসের মতো ঝকঝকে ত্বকে মুগ্ধ হন সবাই। হাতের কাছে থাকা নানা উপাদান কাজে লাগিয়েই কিন্তু তারা রূপচর্চা করে। তাদের ত্বকের যত্নের মূল উপকরণ হলো চাল। চাল তো সবার বাড়িতেই থাকে। চাল দিয়ে খুব সহজেই ‘অ্যান্টি এজিং মাস্ক’ তৈরি করে ফেলা যায়। নানা কারণে আমাদের ত্বকে সময়ের আগেই পড়ে যেতে পারে বলিরেখা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, তেলমসলা দেওয়া খাবার খাওয়ার অভ্যাস, ত্বকের অযত্নের ফলে কম বয়সেই ত্বক বুড়িয়ে যায়। বলিরেখাহীন উজ্জ্বল ত্বকের জন্য চাল দিয়ে বানিয়ে ফেলতে পারেন কোরিয়ান মাস্ক। জেনে নিন কীভাবে বানাবেন। একটি ননস্টিকের পাত্রে আধা কাপ চাল, এক কাপ দুধ ও আধা কাপের কম পানি নিয়ে অল্প আঁচে ফোটাতে থাকুন। আধা ঘণ্টা পর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিন। মিশ্রণটি ব্লেন্ড করে নিন। প্রয়োজনে কিছুটা পানি মেশান। মিশ্রণে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। SHARES লাইফস্টাইল বিষয়: কোরিয়ানদেরমাস্ক