শেষ ওভারের রোমাঞ্চে জিতলো সিলেট

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালকে হারিয়ে হারের বৃত্তটা ভেঙেছিল সিলেট স্ট্রাইকার্স। পরের ম্যাচেও অব্যাহত থাকলো জয়ের ধারা। রবিবার খুলনা টাইগার্সকে ৮ রানে পরাজিত করেছে সিলেট। শেষ ওভারে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ১৯ রানের। তরুণ রুয়েল মিয়া বোলিং করতে এসে চাপকে জয় করে সিলেটকে সাফল্য এনে দেন। ৫ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট কোয়ালিফায়ারে উঠার দৌঁড়ে খুব ভালোভাবেই টিকে থাকলো তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের জোড়া হাফ সেঞ্চুরিতে ১৮২ রান সংগ্রহ করে সিলেট। ১৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনার ব্যাটিং অর্ডারের মেরুদণ্ডটা পাওয়ার প্লেতেই ভেঙে দেয় সিলেট। ৬ ওভার আগেই ৪৭ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা। মূলত উইলিয়াম বোসিস্টোর ৪০ বলে ৪৩ এবং মোহাম্মদ নওয়াজের ১৮ বলে ৩৩ রানের ইনিংসই মূলত ম্যাচে ফেরায় খুলনাকে। শেষ ওভারে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ১৯ রানের। দলের তরুণ পেসার রুয়েল চাপের মুহূর্তটা দারুণভাবে সামাল দেন। দুটি বাউন্ডারি হজম করলেও দুই উইকেট ফেলে দিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান তরুণ এই পেসার। খুলনার ইনিংস ১৭৪ রানে থামতেই সিলেট ৮ রানের জয় নিশ্চিত করে ফেলে।

সিলেটের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব, রুয়েল এবং রিচ টপলি দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নেন নাহিদুল ইসলাম।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় সিলেট। শুরুতেই আবু হায়দার রনি ও নাসুম আহমেদ আঘাতে ১৫ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। শুরুতে রাকিম কর্নওয়ালকে (৪) বোল্ড করেন রনি। পঞ্চম ওভারে জর্জ মানসি (২) শিকার হন নাসুমের। তবে তৃতীয় উইকেটে রনি তালুকদারের সঙ্গে ১০৬ রানের বড় জুটি গড়েন জাকির। রনি ধীরে-সুস্থে খেললেও আরেকপ্রান্তে জাকির ছিলেন আগ্রাসী। ৪৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৭৫ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে রনি ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলে আউট হন। সবমিলিয়ে সিলেট নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।

খুলনার হয়ে দুটি করে উইকেট নেন রনি ও জিয়াউর রহমান। একটি উইকেট নেন নাসুম আহমেদ।