এল ক্লাসিকোতে শিরোপার নিষ্পত্তি প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ এল ক্লাসিকো মানেই হাইভোল্টেজ ম্যাচ। তার ওপর সেটা যদি হয় ফাইনাল তাহলে আরও বিশেষ এক লড়াই। এমনই রোমাঞ্চকর এক রাতেরই অপেক্ষায় ফুটবল বিশ্ব। দুই চোখ ভরে উপভোগ করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী- বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের জমজমাট লড়াই। স্প্যানিশ সুপার কাপের ট্রফিতে চোখ রেখে আজ লড়বে তারা। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মর্যাদার এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সর্বশেষ গত অক্টোবরে মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। লিগে সেই লড়াই ৪-০ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি। যদিও লা লিগায় শিরোপা রেসে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল (৪৩) এবং দুইয়ে বার্সা (৩৮)। সেই ব্যবধান ঘুঁচানোর মাঝেই আরেকটি শিরোপা থেকে এক জয় দূরে তারা। স্প্যানিশ সুপার কাপে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। তারা আজ জিতলেই টুর্নামেন্টে শিরোপার সংখ্যায় স্পর্শ করবে বার্সাকে। কঠিন লড়াইয়ের আগে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আমি দলকে বলেছি: বাইরে কোলাহল থাকবেই, তোমাদের ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হতে হবে। এটা একটা দুর্দান্ত মৌসুম, আমরা সামগ্রিকভাবে ভালো করেছি। আমাদের মনোযোগী হতে হবে। আমরা ক্লাবের জন্য ভালো খেলেছি এবং আমরা আরও ভালো করতে পারি।’ অপরদিকে রিয়াল বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘ফাইনাল হলে ক্লাসিকো আরও বেশি চাপের মধ্যে পড়ে। আমরা বার্সেলোনার বিপক্ষে অনেক খেলেছি এবং তাদের বিপক্ষে ফাইনাল খেলা সব সমই বিশেষ কিছু। সর্বশেষ এল ক্লাসিকোতে ভালো খেললেও কিছু ভুল ছিল সেগুলো আমাদের এড়িয়ে চলতে হবে।’ SHARES খেলাধুলা বিষয়: ঐক্যবদ্ধক্লাবটিচিরপ্রতিদ্বন্দ্বী