পুলিশ এফসিতে পা রাখছেন নেপালি ফুটবলার আয়ুস ঘালান

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫–২০২৬ মৌসুমের জন্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব তাদের স্কোয়াডে নতুন মুখ হিসেবে যোগ করেছে নেপাল জাতীয় দলের ফরোয়ার্ড আয়ুস ঘালানকে। ২০০৪ সালে জন্মগ্রহণকারী এই তরুণ ফুটবলার বর্তমানে নেপালের পোখারা থান্ডার্স ক্লাবের হয়ে ফরোয়ার্ড পজিশনে খেলছেন।

আয়ুস ঘালান ২০২১ সালে তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন এবং ২০২২ সালে ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নেপাল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক করেন। নেপালে ‘রাইজিং স্টার’ হিসেবে খ্যাতি অর্জন করা এই তরুণ ফুটবলারের দলে যোগদানের মাধ্যমে পুলিশ এফসি তাদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, ২০১৮–১৯ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জিতে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছিল। ২০১৯–২০ মৌসুমে ফেডারেশন কাপে সেমিফাইনালে পৌঁছানো এবং ২০২১–২২ মৌসুমে স্বাধীনতা কাপের সেমিফাইনালে উঠে দলটি তাদের সম্ভাবনার জানান দিয়েছে।

আয়ুসের মতো একজন প্রতিভাবান ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর মাধ্যমে পুলিশ এফসি আসন্ন মৌসুমে আরও প্রতিযোগিতামূলক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৫–২০২৬ মৌসুম ২৯ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে এবং ২৯ মে ২০২৬–এ শেষ হবে। পুলিশ এফসির হয়ে আয়ুস ঘালানের এই যাত্রা দলটির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে ।