বর্ষসেরা একাদশে বাংলাদেশের প্রতিনিধি প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ শেষ হয়ে গেছে ২০২৪ সাল। দলগত পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেট দল খুব একটা সন্তুষ্ট করতে পারেনি সমর্থকদের। তিন ফরম্যাটেই একটি করে সিরিজ জয় থাকলেও সার্বিক অর্থে হতাশ করে বাংলাদেশ। তবে ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন কেউ কেউ। সেই তালিকার একজন পেসার তাসকিন আহমেদ। কেবল বাংলাদেশের ক্রিকেটে নয়, তার পারফরম্যান্স নিয়ে যে বিশ্ব ক্রিকেটেও চর্চা হয় সেটির প্রমাণ মিললো উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তার তবে নেই কোনো ভারতীয় ক্রিকেটার। ২০২৪ সালে সবমিলিয়ে ৬৩ উইকেট শিকার করেচঘেন বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার। বিশ্ব ক্রিকেটে তারচেয়ে বেশি উইকেট শিকার করেছেন কেবল দুইজন। ওয়ানডেতে গেল বছর ম্যাচ খেলেছেন তিনি মাত্র ৭টি। এই অল্প সংখ্যক ম্যাচে তার ঝুলিতে শিকার ১৪ উইকেট, ইকোনমি ছিল ৫.৩। গতবছর খুববেশি ওয়ানডে ক্রিকেট খেলেনি কোনো দলই। উইজডেনের বর্ষসেরা দলে সর্বোচ্চ ৩ জন আছেন শ্রীলঙ্কান। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের খেলোয়াড় জায়গা পেয়েছেন ২ জন করে। বাংলাদেশ ও ইংল্যান্ডের জায়গা হয়েছে কেবল একজন। ২০২৪ সালের উইজডেন বর্ষসেরা দল সাইম আইয়ুব (পাকিস্তান), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), কেসি কার্টি (উইন্ডিজ), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড), শেরফান রাদারফোর্ড (উইন্ডিজ), ওয়ানিন্দু হাসরাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ গাজানফার (আফগানিস্তান), তাসকিন আহমেদ (বাংলাদেশ)। SHARES ক্রিকেট বিষয়: ক্রিকেটেসন্তুষ্ট