ওয়াটার স্কিন কেয়ার কী জানেন?

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৫

ত্বকের অন্যতম শত্রু হচ্ছে শুষ্কতা। শুষ্ক ত্বকে বলিরেখা পড়ে যায় দ্রুত। এছাড়া দূষণ আর প্রখর সূর্যও ত্বকের ক্ষতি করে। রূপ বিশেষজ্ঞরা বলছেন, ত্বক সতেজ রাখতে খুব বেশি ভাবারও প্রয়োজন নেই। কেবল পানির স্পর্শেই ত্বক সজীব রাখার উপায় রয়েছে। একে বলা হয় ওয়াটার স্কিন কেয়ার।

১। শীত বলে গোসল বন্ধ করে দেবেন না যেন আবার! এতে ত্বকের ক্ষতিই হবে বরং বেশি। কুসুম গরম পানি দিয়ে গোসল সেরে ফেলুন রোজ। ত্বক ভালো থাকবে।

২। বাইরে থেকে বাড়ি ফিরেই ঠান্ডা পানির ঝাপটায় ত্বক ধুয়ে নিন। এতে ত্বকের ক্লান্তির ছাপ দূর হবে, ত্বক সতেজ থাকবে। এছাড়া ত্বকে সব সময়ই একটা টানটান ভাব থাকবে।

৩।  বাইরে থেকে বাড়ি ফিরে ঠান্ডা জলের ঝাপটা দিন। এতে ত্বকের ক্লান্তির ছাপ দূর হবে। ত্বক সতেজ থাকবে। ত্বকে সব সময়ই একটা টান টান ভাব থাকবে।

৪। একটি বাটিতে ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে তুলার টুকরা ভিজিয়ে রাখুন। প্রথমে কুসুম গরম পানির ঝাপটায় মুখ ভিজিয়ে নিন। তারপর ওই ঠান্ডা পানিতে ভেজানো তুলা দিয়ে ত্বক ভালো করে মুছে নিন। বলিরেখা দূর হবে।

৫। রোজ সকালে উঠে খালি পেটে পানি খাওয়ার অভ্যাস করুন। পানিতে এক চামচ মধু ও লেবুর রস মিশিয়ে নিতে পারে। নিয়মিত এটা খেলে ত্বক উজ্জ্বল হবে।

৬। ত্বক উজ্জ্বল করতে স্কিন ম্যাসাজ জরুরি। মুখ ধোয়ার সময় আঙুলের সাহায্যে ত্বক হালকা ম্যাসাজ করুন। এক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করুন।

৭। রাতে শোয়ার আগে কুসুম গরম পানির ঝাপটায় ত্বক ধুয়ে নিতে ভুলবেন না। এতে ত্বক নরম হবে। এছাড়া তৈলাক্ত ত্বকের তেলতেলে ভাবও কমবে।