ট্রাম্প-মোদী বৈঠক ‘হতে পারে ফেব্রুয়ারিতেই’

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মধ্য ফেব্রুয়ারিতে ফ্রান্সে গেলে সেখানেই তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে।

আর তা না হলে তার সঙ্গে দেখা করতে মোদীই ওয়াশিংটন ডিসি চলে যেতে পারেন।

দুই নেতার বৈঠকের প্রস্তুতি সম্বন্ধে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

ফেব্রুয়ারিতে ফ্রান্সে কৃত্রিম প্রযুক্তি (এআই) বিষয়ক সম্মেলন ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মোদী ওই সম্মেলনে যোগ দেবেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ট্রাম্পও আছেন।

সূত্রের বরাত দিয়ে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার পর দুই নেতার প্রথম বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এআই সম্মেলনের ফাঁকে কিংবা যুক্তরাষ্ট্রে বৈঠক আয়োজন নিয়ে কথাবার্তা চলছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আরও কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

অবৈধ অভিবাসী ও শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে সম্ভাব্য উত্তেজনার শঙ্কায় দুই দেশই তড়িঘড়ি এ বৈঠকের কথা ভাবছে, বলেছে তারা।

ভারত এবারের কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজক, সেখানে যোগ দিতে চলতি বছরের শেষ দিকে এমনিতেই ট্রাম্পের ভারত সফরের কথা রয়েছে।

এর আগে ২০১৯ সালে ট্রাম্প হিউস্টনে মোদীকে সঙ্গে নিয়ে ‘হাউডি মোদী’ সমাবেশে অংশ নিয়েছিলেন। ওই সম্মেলনে ৫০ হাজার মানুষ জমায়েত হয়েছিল, যাদের বেশিরভাগই ছিল ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি।