ত্রাণ-সহায়তা তহবিল স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েল ও মিশর বাদে অন্যান্য বিদেশি সাহায্য প্রকল্পের জন্য প্রায় সব নতুন তহবিল স্থগিত করার ঘোষণা দিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) আল-জাজিরায় প্রচারিত সংবাদে এ তথ্য প্রকাশ হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জারি করা আদেশে বলা হয়েছে, জরুরি খাদ্য কর্মসূচির জন্য কিছু ব্যতিক্রম থাকবে, তবে স্বাস্থ্য কর্মসূচির জন্য কোনো সাহায্য তহবিল থাকবে না। নতুনভাবে নিশ্চিত হওয়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্দেশ দিয়েছেন, ‘যতদূর আইনে সম্ভব, বিদেশি সাহায্যের জন্য কোনো নতুন তহবিল বরাদ্দ করা হবে না।’

এই সিদ্ধান্তে মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এটি বৈশ্বিক অস্থিরতা এবং জীবনহানির কারণ হতে পারে বলে তাদের আশঙ্কা।

বিদেশি উন্নয়ন সহায়তা স্থগিত করে, ট্রাম্প প্রশাসন সংকটে থাকা কমিউনিটিগুলোর জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন অক্সফাম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান।

এই সাময়িক স্থগিতাদেশ কমপক্ষে তিন মাস স্থায়ী হবে বলে জানানো হয়েছে। প্রথম ৮৫ দিনের মধ্যে রুবিও বিদেশি সহায়তার কর্মসূচি চালিয়ে যাওয়া, পরিবর্তন আনা বা বাতিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

স্বাস্থ্য কর্মসূচিগুলোর মধ্যে প্রেসিডেন্টের জরুরি এইডস ত্রাণ পরিকল্পনা (পিইপিএফএআর)-এর তহবিলও স্থগিত হওয়ার আশঙ্কা রয়েছে। ২০০৩ সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের অধীনে চালু হওয়া এই কর্মসূচি দুই দশক ধরে দ্বিদলীয় সমর্থন উপভোগ করলেও ২০২৩ সালে এর তহবিল নবায়নে কংগ্রেস ব্যর্থ হয়। একটি এক বছরের মেয়াদে থাকলেও তা ২০২৫ সালের মার্চে শেষ হবে, যা এই তিন মাসের মধ্যে পড়ে।