বিসিবির বোর্ড সভায় যা থাকছে প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ আজ শনিবার বিকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভা ডেকেছে। সাম্প্রতিক সময়ে চলমান কিছু ইস্যুই মূলত বোর্ড সভার আলোচ্য সূচি। এরমধ্যে উল্লেখ্যযোগ্য বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক। এর বাইরে গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা পুণঃপর্যালোচনা। এই বোর্ড সভার আগেই গত সপ্তাহে জুম মিটিংয়ে বিপিএলে ক্রিকেটার পারিশ্রমিক ইস্যু নিয়ে আলোচনা সেরেছিলেন বোর্ড পরিচালকরা। বিসিবির গঠনতন্ত্র সংস্কার নিয়ে সবচেয়ে বড় জটিলতায় পড়েছে বিসিবি। সংস্কার করতে গিয়ে সংস্থাটি বেশ কিছু ক্লাবের রোষানলে পড়েছে। তাতে করে স্থগিত হয়ে গেছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ক্রীড়া উপদেষ্টার দপ্তরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বিসিবি সভাপতি ফারুক আহমেদও কঠিন সময় পার করছেন। বেশ কিছু ক্লাব চাপও প্রয়োগ করেছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে পদত্যাগে। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ফারুকের নেতৃত্বাধীন বোর্ড। এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই শনিবার বিকালে বিসিবিতে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা। এদিন মূল আলোচনা বিপিএলের পারিশ্রমিক ইস্যুসহ চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটের নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়ে। এছাড়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বণ্টন এবং রদবদলও আসতে পারে। স্ট্যান্ডিং কমিটি ছাড়াও ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি নিয়ে হতে পারে পর্যালোচনা। সবকিছু ঠিকঠাক থাকলে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। আলোচনা হতে পারে অধিনায়কত্ব নিয়েও। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে নাজমুল হোসেন শান্তর অবর্তমানে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস নেতৃত্ব দেন। শান্ত টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন না বলে জানিয়েছেন। ফলে এই ফরম্যাটে কে নেতৃত্ব দেবেন, সেই বিষয়েও আলোচনা হতে পারে। SHARES ক্রিকেট বিষয়: চলমানবোর্ড