অবশেষে গাজার উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

গাজার উত্তরাঞ্চলে যাওয়ার সড়ক উন্মুক্ত করে দেওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি নিজ ঘরের দিকে যাত্রা শুরু করেছেন। ইসরায়েলি নারী আরবেল ইয়েহুদসহ দুই জিম্মিকে হামাস মুক্তি দিতে সম্মত হলে সোমবার (২৭ জানুয়ারি) সকালে সড়ক থেকে অবরোধ সরিয়ে নেয় ইসরায়েল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, হাজারো মানুষের বিশাল জনসমাগম চলতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাজার মধ্যাঞ্চলের প্রথম ক্রসিং পয়েন্ট খুলে দেওয়ার পর স্থানীয় সময় সকাল ৭টা থেকেই স্থানীয়রা আসতে শুরু করেন। দুঘণ্টা পর আরেকটি ক্রসিং খুলে দেওয়ার কথা ছিল। সড়ক উন্মুক্ত হওয়ার খবর ছড়িয়ে যেতেই আশ্রয় শিবিরে থাকা বাস্তচ্যূত ফিলিস্তিনিরা কান্নায় ভেঙে পড়েন।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, গত সপ্তাহের শেষেই উত্তরাঞ্চলীয় গাজার অধিবাসীদের প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ মূহুর্তে বেঁকে বসে ইসরায়েল। তাদের অভিযোগ, বেসামরিক নারী ইয়েহুদকে মুক্তি না দিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছে হামাস।

এরপর, রবিবার কাতারি মধ্যস্থতাকারীরা জানান, শুক্রবারের আগেই ইয়েহুদসহ দুই জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। তারপরই ইসরায়েল জানায়, সোমবার সকাল থেকে গাজার উত্তরাঞ্চলে ফিরে যেতে ফিলিস্তিনিদের অনুমতি দেওয়া হবে।

ইয়েহুদ, সেনাসদস্য আগাম বেরজের ও অন্য এক জিম্মির মুক্তি পাওয়ার তথ্য রবিবার নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, সোমবার সকাল থেকেই বাস্তচ্যূত গাজা অধিবাসীদের ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ফিরে যেতে দেওয়া হবে।