লেবাননের দক্ষিণাঞ্চলে ২২ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্তানুযায়ী দক্ষিণ লেবানন থেকে সৈন্য প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা পেরোনোর পরও সেখানে রয়ে যাওয়া ইসরায়েলি সেনাদের গুলিতে ২২ জন নিহত হয়েছেন, জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ। রোববার ভোররাতেই দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যায়। লেবানন যুদ্ধবিরতির শর্ত এখনও পুরোপুরি বাস্তবায়ন করেনি, এমন অভিযোগ করে নিজ সেনাদের দক্ষিণ লেবাননের রেখে দেয় ইসরায়েল। সেখানে থাকা ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের নিজেদের এলাকায় না ফেরার নির্দেশ দেয়। কিন্তু রোববার সকালে তাদের আদেশ উপক্ষা করে দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করে স্থানীয় বাস্তুচ্যুত বেসামরিক লেবাননিরা, এদের লক্ষ্য করেই গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অভিযোগ, দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহর অস্ত্র মুক্ত করে সেখানে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করার কথা থাকলেও সেটি পুরোপুরি বাস্তবায়ন করেনি লেবানন সরকার। অপরদিকে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহারে গড়িমসি করছে বলে পাল্টা অভিযোগ করেছে লেবাননের যুক্তরাষ্ট্র সমর্থিত সামরিক বাহিনী। তারা জানায়, ইসরায়েলি বাহিনীর গুলিতে তাদের এক সেনাও নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বেসামরিক জনতার ওপর ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত ও ১২৪ জন আহত হয়েছেন। হামলার শিকার লোকজন তাদের এখনও অধিকৃত শহরগুলোতে ফেরার চেষ্টা করছিল। SHARES আন্তর্জাতিক বিষয়: যুক্তরাষ্ট্রেরসময়সীমা