সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

লালমনিরহাটে বড়বাড়ি সোনালী ব্যাংকের উপশাখায় সুরঙ্গ খুঁড়ে ডাকাতি চেষ্টার ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন বড়বাড়ি সোনালী ব্যাংক শাখার ম্যানেজার রাজু মিয়া।

সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. শাহীন আখতার ভূইয়াকে প্রধান করে ও সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল শাহিন ইসলামকে নিয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংক উপশাখায় সুরঙ্গ খুঁড়ে ডাকাতি চেষ্টার এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের টাকা খোওয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকে কর্মরত চতুর্থ শ্রেণির একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশপাশেরর লোকজন ছুটে আসেন। এতে দুর্বৃত্তরা পালিয়ে যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ ব্যাংকের কর্মকর্তারা ছুটে আসেন। ব্যাংক থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ‘ব্যাংক থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।’