যাত্রীরা ট্রেনের অপেক্ষায়

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারীর ডাকে অনির্দিষ্টকালের ট্রেন ধর্মঘট শুরু হয়েছে সোমবার দিবাগত রাত ১২টা থেকে। এতে সারা দেশের মতো রংপুর থেকে আন্তনগর ট্রেনসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ট্রেনের অপেক্ষায় রংপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছেন। রংপুর নগরীর শালবন এলাকার মাহবুব জানান, তার মেয়ে ঢাকা মেডিক্যাল কলেজে পড়ে। সোমবার রাতে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করে রংপুরে আসার কথা। এখনও ট্রেন আসেনি। কখন আসবে তাও কেউ বলতে পারছেন না, এভাবে চলতে পারে না।

একই কথা বলেন রংপুর থেকে কুড়িগ্রামের চিলমারীতে যাওয়ার জন্য রংপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ শামিলা বেগম বলেন, ‘আমরা পরিবারের ৫ জন সকাল ৭টা থেকে অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন আসছে না। সরকারের ধর্মঘটের বিষয়টি সমাধান করা উচিত ছিল।’ একই অভিযোগ করেন রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য অপেক্ষমাণ বহু যাত্রী।

এ ব্যাপারে রংপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শংকর গাঙ্গুলি বলেন, ‘আন্তনগরসহ ১৫টি গন্তব্যে যাওয়া ট্রেনসহ সব ট্রেন চলাচল বন্ধ রেখেছে আন্দোলনকারীরা। আমাদের কিছুই করার নেই।’

রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে তারা কর্মবিরতিতে গেছেন। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতার নিরসন না হওয়ায় ‘বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি’ এই কর্মবিরতি কর্মসূচি পালন করছে।