রাজধানী সুপার মার্কেটের সামনে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো নারীর প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫ রাজধানী সুপার মার্কেটের সামনে মাইক্রোবাসের ধাক্কায় মরিয়ম আক্তার (৩১) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে অফিসার্স সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গাড়িটিকে আটক করেছে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টায় মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়। বর্তমানে থাকতেন অফিসার্স সিনেমা হলের পাশে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’ মৃতার স্বামী জানিয়েছেন, তাদের একটি মুদি দোকান রয়েছে। মরিয়ম সেই দোকানে গিয়েছিলেন। সেখান থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। SHARES দুর্ঘটনা বিষয়: নিহতস্থানীয়রা