হেয়ার সিরাম কেনার আগে যা মনে রাখা জরুরি

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

চুলের যত্নে যেমন শ্যাম্পু-কন্ডিশনার জরুরি, তেমনি জরুরি সিরাম ব্যবহারও। হাইড্রেশন প্রদানের পাশাপাশি চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সিরাম। নিয়মিত এটি ব্যবহার করলে চুল শক্তিশালী ও স্বাস্থ্যোজ্জ্বল হয়। তাপের ক্ষতি প্রতিরোধ করতেও সিরামের ভূমিকা রয়েছে। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু-কন্ডিশনার বেছে নিই আমরা। তবে সিরাম কেনার আগে কোন কোন বিষয়ের প্রতি মনোযোগ দিতে হবে সেটা জানেন?

  • যাদের চুল আগে থেকেই ক্ষতিগ্রস্ত কিংবা কোঁকড়ানো, তারা হাইড্রেটিং সিরাম ব্যবহার করলে ফল পাবেন। কিছু হেয়ার সিরামে হাইড্রোলাইজড কেরাটিন প্রোটিন থাকে, যা চুলের বিভিন্ন সুবিধা দেয় যেমন  চুলের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা উন্নত করে ও ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে। বেছে নিন এ ধরনের সিরাম।
  • চুল খুব পাতলা হলে শ্যাম্পু করার কিছুক্ষণ পরেই চুল একেবারে মাথায় বসে যায়। এ ধরনের চুলে ভলিউমাইজিং সিরাম ব্যবহার করুন। চুলে ফোলা ভাব বজায় রাখতে সাহায্য করে এটি।
  • ভেঙে যাওয়া চুলের জন্য বেছে নিন কেরাটিন সিরাম।
  • ঘন ঘন রাসায়নিক ব্যবহারে চুলের মান যদি খারাপ হয়ে যায়ম সে ক্ষেত্রে বন্ড-রিপেয়ারিং সিরাম ব্যবহার করুন।
  • চুল পড়ার কারণে অনেকের সামনের অংশে টাক দেখা যায়। এ ধরনের সমস্যার সমাধান করতে পারেন হেয়ার গ্রোইং সিরাম।