দুই ক্যারিবিয়ান তারকাকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫ প্লে-অফ মাঠে গড়াবে দুপুরে। তার আগে যেন রীতিমত তারার হাট বসাচ্ছে এবারের বিপিএল। শুরুর দিকে বিদেশি খেলোয়াড় নিয়ে কিছুটা আক্ষেপ আর সংকট থাকলেও প্লে-অফের দিন সকাল থেকেই আসতে শুরু করেছে একের পর এক সাইনিং এর খবর। দিনের শুরুতেই একে একে চার বিদেশি তারকার রংপুর রাইডার্সে যোগ দেয়ার খবর সামনে আসে। এবার তাতে যোগ দিল তাদের আজকের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। এলিমিনেটরের আগে তাদের দলে যোগ দিচ্ছেন দুই ক্যারিবিয়ান তারকা। শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার আসছেন মেহেদি হাসান মিরাজের দলে। সোমবার সকালেই নিজেদের ফেসবুক পেইজে এই দুই তারকার দলে যোগ দেয়ার কথা নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। SHARES ক্রিকেট বিষয়: বিদেশিবিপিএল