অস্ট্রেলিয়ার বর্ষসেরা সাদারল্যান্ড, হেড

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

বছর জুড়েই আলোচনায় ছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। পারফরম্যান্সে অবদানের স্বীকৃতি হিসেবে জিতেছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল। মেয়েদের বিভাগে বেলিন্ডা ক্লার্ক পুরস্কার জিতেছেন অ্যানাবেল সাদারল্যান্ড।

দুই ক্রিকেটারই ক্যারিয়ারে প্রথমবারের মতো বর্ষসেরার এই পুরস্কার জিতেছেন।

হেড বর্ষসেরা ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। এই ক্যাটাগরিতে সাদারল্যান্ড ভোটাভুটিতে ছিলেন তিন নম্বরে।

বোর্ডার মেডেলের জন্য হেড পেয়েছেন ২০৮ ভোট। তার পর ছিলেন জশ হ্যাজেলউড। তার ভোট সংখ্যা ১৫৮। টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স পেয়েছেন ১৪৭ ভোট।

১২ মাসেই ছিল হেডের আধিপত্য। ৩১ বছর বয়সী সব ফরম্যাট মিলে ১ হাজার ৪২৭ রান করেছেন। তার পরে দ্বিতীয় সর্বোচ্চ রান স্টিভেন স্মিথের ৮০৬। ‘শেন ওয়ার্ন’ টেস্টের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন পেসার জশ হ্যাজেলউড। টি-টোয়েন্টির বর্ষসেরা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। বক্সিং ডে টেস্টে আলো ছড়িয়ে স্যাম কনস্টাস জিতেছেন ‘ব্র্যাডম্যান’ বর্ষসেরা তরুণ ক্রিকেটারের পুরস্কার।

মেলবোর্নে সোমবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছেলেদের কেউই উপস্থিত হতে পারেননি। কারণ তারা সবাই শ্রীলঙ্কা সফরে রয়েছে। গলে টিম হোটেলে হেডকে পদক হাতে তুলে দেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।