মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বন্ধে একমত ট্রাম্প: ইলন মাস্ক

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বন্ধের ব্যাপারে একমত হয়েছেন বলে দাবি করেছেন টেসলা ও এক্স (পূর্বে টুইটার)-এর মালিক ইলন মাস্ক। ইউএসএআইডির তহবিল জব্দ ও কয়েক ডজন কর্মীকে ছুটিতে পাঠানোর পর সংস্থাটির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে এই মন্তব্য করেছেন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সোমবার ভোরে এক্স স্পেসেসের এক আলোচনায় মাস্ক বলেন, ইউএসএআইডি সংক্রান্ত বিষয়ে আমি প্রেসিডেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি এবং তিনি একমত হয়েছেন যে আমাদের এটি বন্ধ করা উচিত।

মাস্ক বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কয়েকবার যোগাযোগ করেছেন এবং ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি সংস্থাটি বন্ধ করতে চান।

ইউএসএআইডি প্রতি বছর মানবিক সহায়তা ও উন্নয়ন তহবিল হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলার বিতরণ করে। সিএনএন এই বিষয়ে হোয়াইট হাউস ও ইউএসএআইডির কাছে মন্তব্য চেয়েছে। তবে প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত কোনও সাড়া পায়নি।

এক্স স্পেসেস আলোচনার আগে রবিবার সন্ধ্যায় সাংবাদিকদের ইউএসএআইডি সম্পর্কে মন্তব্য চাওয়া হলে ট্রাম্প বলেন, এটি একদল চরমপন্থি পাগল দ্বারা পরিচালিত হয়েছে এবং আমরা তাদের বের করে দিচ্ছি। তারপর আমরা এর ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেব।

ইউএসএআইডির দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে শনিবার রাতে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। গত সপ্তাহে বিদেশি সাহায্য ৯০ দিনের জন্য স্থগিত করার ট্রাম্পের নির্বাহী আদেশ এড়ানোর চেষ্টার অভিযোগে ইউএসএআইডির প্রায় ৬০ জন শীর্ষ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। অন্য একজন শীর্ষ কর্মীকে কোনও ধরনের অনিয়মের প্রমাণ না পেয়ে এই সিদ্ধান্ত বাতিল করার চেষ্টা করার অভিযোগে ছুটিতে পাঠানো হয়েছে।

সোমবার ভোরে আইওয়ার রিপাবলিকান সেনেটর জোনি আর্নস্ট ও ভিভেক রামাস্বামীর সঙ্গে এক্স স্পেসেস আলোচনায় মাস্ক ইউএসএআইডিকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ বলে অভিহিত করেছেন।

১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ. কেনেডির প্রশাসনে প্রতিষ্ঠিত ইউএসএআইডি মার্কিন সরকারের মানবিক সহায়তা সংস্থা। এটি বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ, রোগের চিকিৎসা, দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার বিতরণ করে। এটি বেসরকারি সংস্থা, স্বাধীন মিডিয়া ও সামাজিক উদ্যোগকে সমর্থন করে গণতন্ত্র গঠন ও উন্নয়নকে উৎসাহিত করে।