শ্রীলঙ্কা নয়, বাংলাদেশে আসছে নেপাল

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটি এসেই একের পর এক টেস্ট সিরিজ খেলার ঘোষণা দিয়েছিল। যার শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দিয়ে। কিন্তু লঙ্কানদের সমস্যার কারণে তাদের বদলে নেপাল আসছে ঢাকায়। পাঁচটি ম্যাচ খেলতে হিমালয় কন্যার দেশ ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘শ্রীলঙ্কা কাবাডি ফেডারেশনের অধিকাংশ খেলোয়াড় সার্ভিসেস সংস্থার। এই সময়ে তাদের আসাটা কঠিন। তাই তারা এখন নয়, এপ্রিলে আসতে চাইছে। তাই আমরা নেপাল পুরুষ দলকে আমন্ত্রণ জানালে ওরা এখন ঢাকায় আসছে। আর আমাদের নারী দলকে নেপালে গিয়ে খেলার আমন্ত্রণ জানিয়েছে।’

নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ পল্টন ময়দানে আয়োজন করবে ফেডারেশন। আগামীকাল থেকে পল্টন ময়দানে কাবাডি কোর্ট স্থাপন ও প্রয়োজনীয় সজ্জার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।