‘ফাহিমকে দলে নেওয়ায় অসন্তুষ্ট রিজওয়ান’ প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ সবশেষ বিপিএলে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন ফরচুন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। বল হাতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন এই পেসার। ব্যাট হাতেও মন্দ করেননি তিনি। ১১ ম্যাচে ৩৪ গড়ে ১০৪ রান এসেছে তার ব্যাটে। এমন পারফরম্যান্স দেখিয়ে তিনি জায়গা করে নেন চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান দলে। তবে ফাহিমের পাকিস্তান দলে জায়গা পাওয়াটা নাকি ভালো লাগেনি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি এমন দাবিই করলেন। করাচিতে গতকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান। এরপরই এমন কথা বলেন বাসিত। ব্যাট হাতে ২১ বলে ২২ রান করলেও বল হাতে মাত্র ২ ওভার ২ বল করানো হয়েছে ফাহিমকে দিয়ে। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘রিজওয়ান স্পষ্ট দেখিয়ে দিয়েছে রিজওয়ানকে দলে নেওয়ায় সে খুশি নয়। প্রথম ২ ওভার করানোর পর তার হাতে আর বলই দেননি রিজওয়ান। ম্যাচের হার যখন প্রায় নিশ্চিত, তখন আবার বল করতে আনেন।’ পাকিস্তান টিম ম্যানেজমেন্টের আরও কয়েকটি বিষয় নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাসিত। এর মধ্যে বাবরের ওপেনিং জায়গাটিও তার কাছে ভালো ঠেকছে না। বাসিত বলেন, ‘পাকিস্তান যদি ত্রিদেশীয় সিরিজ জিতত, তাহলে প্রত্যেক ক্রিকেটারের আত্মবিশ্বাস অনেক উঁচুতে থাকত।’ ‘বাবরকে ওপেনিংয়ে আনার পরামর্শ কে দিয়েছে? এই সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি। এটা কেমন চিন্তা-ভাবনা? তিন নম্বরে সে ভালো করছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০-৭০ রান করেছে, কিন্তু তারা তার জায়গা পরিবর্তন করে দিয়েছে। এখন, ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচে ৬২ রান। এটাই ম্যানেজমেন্টের চিন্তার দৌড় ও পদ্ধতি।’ আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি যাত্রা। গ্রুপপর্বে দেশটি তাদের পরের ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে, আগামী ২৩ ফেব্রুয়ারি। ভারত-পাকিস্তান ম্যাচ অনেক উত্তেজনাপূর্ণ হলেও অন্য ম্যাচের ওপরও নজর দেওয়া উচিত বলে মনে করেন বাসিত। ৫৪ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমরা সবসময় ভারত ম্যাচ নিয়েই কথা বলি, কিন্তু আমাদের নিউজিল্যান্ডকে নিয়েও ভাবতে হবে। এই দলই তাদের বিপক্ষে খেলবে? পিচ কি এমনই হবে? সালমান আগা কি ১০ ওভার করবে? খুশদিল শাহকে খেলানো হবে?’ SHARES ক্রিকেট বিষয়: অলরাউন্ডারআশরাফফাহিম