অবশেষে চুক্তি স্বাক্ষরিত হলো সুদান-রাশিয়ার প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ সুদানের লোহিত সাগর উপকূলে নৌঘাঁটি স্থাপন করছে রাশিয়া। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে দু’দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সপ্তাহে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলেও এটি জানা গেছে আজ শনিবার। সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসিফ বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে এ বিষয়ে সের্গেই লাভরভ কোনো মন্তব্য করেননি। সুদানের লোহিত সাগর উপকূলে এখন নৌঘাঁটি স্থাপনে মস্কোর আর কোনো বাধা নেই। সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে এই নৌঁঘাটি স্থাপন নিয়ে আলোচনা চলছিল রাশিয়ার। তবে সামরিক অভ্যুত্থানে ওমর আল–বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর আলোচনাটি আর সামনে এগোয়নি। পরে সুদানের সমারিক সরকার জানায়, তারা রাশিয়ার নৌঘাঁটি স্থাপনের বিষয়টি পুনঃমূল্যায়ণ করবে। এরপর গত বুধবার দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। হর্ন অব আফ্রিকা উপকূলে আগে থেকেই যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের নৌঘাঁটি রয়েছে। কৌশলগত কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ নৌপথ। SHARES আন্তর্জাতিক বিষয়: অবশেষেপ্রতিক্ষাররাশিয়া