দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসরে নেমেছে মার্কিন বিমান প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয় অভিবাসীকে নিয়ে পাঞ্জাব প্রদেশের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেছে একটি মার্কিন সামরিক বিমান। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০ মিনিটে সি-১৭ সামরিক বিমানটি ওই বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্র থেকে ১১৯ ভারতীয়কে বহনকারী এই বিমানটি গত ১০ দিনের মধ্যে দ্বিতীয় দফায় আমৃতসর এসে পৌঁছালো। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। ওই উড়োজাহাজে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ১১৯ ভারতীয় অভিবাসীদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তর প্রদেশের; ২ জন করে গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের এবং ১ জন করে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ছিলেন। আজ রবিবার আরেকটি বিমান ১৫৭ জন ভারতীয় অভিবাসীকে নিয়ে অবতরণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এসব ভারতীয় অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। এর আগে ফেরত পাঠানো ১০৪ জনের মধ্যে ৩৩ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন মহারাষ্ট্রের, ৩ জন উত্তর প্রদেশের ও ৩ জন ছত্তিশগড়ের ছিলেন। তাদের ওই একই বিমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অন্টারিও থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল। বিমানে পুরোটা সময় ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল। ভারতে পৌঁছার পরই তাদের মুক্তি দেওয়া হয়েছিল। বিষয়টি ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। এমনকি বিষয়টি নিয়ে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষে বাজেট অধিবেশন চলাকালে গোলমালের ঘটনাও ঘটেছে। সমালোচনার মাঝে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ফেরত পাঠানো ভারতীয়দের সঙ্গে যাতে দুর্ব্যবহার না করা হয়, তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা নতুন কোনো ঘটনা নয়। বছরের পর বছর ধরে এটি চলছে। SHARES আন্তর্জাতিক বিষয়: অমৃতসরবিমানবন্দরে