রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপের স্থান নাই: মার্কিন দূত প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ইউক্রেনের নিরাপত্তার জন্য কী অবদান রাখতে পারে ইউরোপীয় দেশগুলো? ইউরোপীয় রাজধানীগুলোতে এমন এক প্রশ্নমালা পাঠিয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। আর তারপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যে শান্তি আলোচনার পরিকল্পনা হয়েছে, তাতে ইউরোপকে যুক্ত করা হবে না বলে জানালেন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে এ কথা বললেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মিউনিখ সম্মেলনে কেলগ বলেন,যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে, যেখানে ইউক্রেন ও রাশিয়া প্রধান আলোচক থাকবে। ইউরোপীয় দেশগুলো আলোচনার টেবিলে থাকবে কি না জানতে চাইলে কেলগ বলেন, ‘আমি বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মানুষ। আমি মনে করি এটি ঘটবে না।’ পরবর্তীতে একই সম্মেলনে কেলগ ইউরোপীয়দের আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এর মানে এই নয় যে তাদের স্বার্থ বিবেচনায় নেওয়া হবে না বা ব্যবহার করা হবে না।’ তবে ইউরোপীয় নেতারা জানিয়েছেন, তারা আলোচনার বাইরে থাকা মেনে নেবেন না। কেলগের এই মন্তব্যের পর রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আলোচনায় ইউরোপের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। SHARES আন্তর্জাতিক বিষয়: ইউরোপীয়জার্মানিতে