ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ল্যাভরভকে সৌদি আরব পাঠালেন পুতিন

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে ক্রেমলিনের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে সৌদি আরব পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে সম্ভাব্য যুদ্ধবিরতির সঙ্গে ওয়াশিংটন-মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনেও আলোচনা চলবে। ক্রেমলিনের এক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, পুতিনের নির্দেশনা অনুযায়ী রিয়াদ যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ।

তিনি আরও বলেন, তারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছেন। আলোচনার প্রধান লক্ষ্য হবে, রুশ-মার্কিন সম্পর্কের জটিল সম্পর্ক সহজ করে তোলা। এছাড়া, ইউক্রেন বিষয়ে একটা বোঝাপড়া এবং দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনের মঞ্চ তৈরির প্রাথমিক প্রস্তুতিপর্বও হতে পারে এই আলোচনায়।

বুধবার পুতিনে সঙ্গে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের মধ্যে মধ্যপ্রাচ্য, জ্বালানি, মার্কিন ডলার ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, ইউক্রেন যুদ্ধে তাৎক্ষণিক সমাপ্তির জন্য আলোচনা শুরুর বিষয়েও তারা একমত হয়েছেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ইতোমধ্যে রিয়াদ পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে তার সঙ্গে যোগ দেবেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউজের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ।

রুশ ধনকুবের কিরিল দিমিত্রিয়েভ এই আলোচনায় অংশ নেবেন বলে অজ্ঞাত সূত্রের ভিত্তিতে জানতে পেরেছিল রয়টার্স। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পেসকোভ।

এছাড়া, চলতি মাসের শেষে সৌদি আরবে ট্রাম্প ও পুতিনের মুখোমুখি সাক্ষাৎকারের সম্ভাবনা নিয়ে প্রশ্নও এড়িয়ে যান তিনি।