এবার গাড়ি, ওষুধ ও অর্ধপরিবাহীর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ন্যায্য পাওনা ফিরে পাওয়ার লড়াইয়ে আবারও শুল্ক আরোপের হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বক্তব্যে তিনি বলেছেন, গাড়ি ও ওষুধ আমদানি পণ্য এবং অর্ধপরিবাহী পদার্থের ওপর ২৫ শতাংশের মতো শুল্ক আরোপের পরিকল্পনা করছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন, গাড়ির ওপর নতুন শুল্ক আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হতে পারে। তার মন্ত্রিসভার সদস্যরা ১ এপ্রিল তাকে বিভিন্ন আমদানি শুল্কের সম্ভাব্য বিকল্প উপস্থাপন করবেন, যা বৈশ্বিক বাণিজ্যের কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, বিদেশি বাজারে রফতানিকৃত মার্কিন গাড়ির প্রতি অন্যায্য আচরণ করা হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মার্কিন গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে। অথচ মার্কিন যাত্রীবাহী গাড়ির আমদানি শুল্ক এর চার ভাগের এক ভাগ, ২ দশমিক ৫ শতাংশের মতো। অবশ্য, মেক্সিকো ও কানাডা বাদে অন্যান্য দেশ থেকে আসা পিকআপ ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। এটি আবার ডেট্রয়েট অঙ্গরাজ্যের গাড়ি নির্মাতাদের জন্য অত্যন্ত লাভজনক। বুধবার ওয়াশিংটনে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, ট্রাম্প মনোনীত প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং মার্কিন জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক কেভিন হ্যাসেটের সঙ্গে বৈঠক করবেন ইইউ বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচ । আলোচনায় ট্রাম্পের শুল্ক হুমকির ইস্যু গুরুত্ব পাবে। গত সপ্তাহে ইইউ এর ওপর শুল্ক আরোপের এক প্রস্তাব দেন ট্রাম্প সেটা এড়াতে ইইউ কোনও পদক্ষেপ নিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইইউ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের গাড়ির শুল্ক কমানোর সংকেত দিয়েছে। যদিও ইউরোপীয় আইনপ্রণেতারা এই দাবি অস্বীকার করেছেন। ট্রাম্প বলেন, তিনি ইইউ কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করবেন যেন তারা যুক্তরাষ্ট্রের গাড়ি ও অন্যান্য পণ্যের আমদানি বৃদ্ধি করে। SHARES আন্তর্জাতিক বিষয়: আরোপেরমন্ত্রিসভারযুক্তরাষ্ট্রের