মসজিদুল হারাম ও নববীতে এবার তারাবি পড়াবেন যারা প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ মুসলিম বিশ্বের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে রমজান মাসের তারাবি নামাজের সময়সূচি ও ইমামের তালিকা প্রকাশ করেছে দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। প্রকাশিত তালিকা অনুযায়ী এবার ১৪৪৬ হিজরির (২০২৫) রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন সাতজন ইমাম এবং মসজিদে নববীতে তারাবি পড়াবেন আটজন ইমাম। ২০২৫ সালের রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন যারা ২০২৫ সালের রমজানে মসজিদুল হারামে তারাবি পড়াবেন সাতজন ইমাম। তারা হলেন— হারামাইন শরিফাইনের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস। শায়েখ মাহের আল মুয়াইকিলি। শায়েখ আব্দুল্লাহ জুহানি। শায়েখ বান্দার বালিলাহ। শায়েখ ইয়াসির আদ-দাওসারী। শায়েখ বাদার আত-তুর্কি। শায়েখ ওয়ালিদ আস-সামছান। SHARES ধর্ম বিষয়: তারাবিনববীতেমসজিদে