নিরাপত্তা পরিষদকে সংবেদনশীল হওয়ার আহ্বান চীনের

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বড় ধরনের সংকট ও সংঘাতের সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এবং বিশ্ববাসীর প্রত্যাশার প্রতি আরও সংবেদনশীল হতে হবে। এমনটা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘বহুপাক্ষিকতার চর্চা, সংস্কার ও বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক বৈঠকের সভাপতিত্ব শেষে ওয়াং ই এই মন্তব্য করেন।

নিরাপত্তা পরিষদের ভূমিকা এবং এর কার্যকারিতা বাড়ানোর বিষয়ে চীনের পরামর্শ জানতে চাইলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ওয়াং। এগুলো হলো—সমষ্টিগত কল্যাণকে অগ্রাধিকার দেওয়া, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে দ্বিমুখী আচরণ প্রত্যাহার করে গঠনমূলক সংলাপে জোর দেওয়া এবং সব সদস্যে নিরাপত্তা পরিষদের রেজুলেশনের পূর্ণ বাস্তবায়ন ও নিরাপত্তা পরিষদের সংস্কার করা।

সূত্র: সিএমজি